বাংলাদেশ সিরিজের আগে গর্জে উঠলেন রাহানে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০তম সেঞ্চুরি ভারতীয় ব্যাটারের

ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ব্রাত্য আছেন তিনি। ৮৫ ম্যাচ, ৫০৭৭ রান, লর্ডস আর এমসিজিতে শতক, অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে ঐতিহাসিক টেস্ট জয়- একঝলকে আজিঙ্কা রাহানের…

Ajinkya Rahane

ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন ব্রাত্য আছেন তিনি। ৮৫ ম্যাচ, ৫০৭৭ রান, লর্ডস আর এমসিজিতে শতক, অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে ঐতিহাসিক টেস্ট জয়- একঝলকে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ক্যারিয়ারকে বর্নাঢ্য বলাই যায়। ৩৬ বছর বয়সে এমন সমৃদ্ধ ক্যারিয়ার থাকলে অনেকেই হয়তো বেছে নিতেন বিশ্রামের পথ, কিন্তু তিনি মোটেই হাল ছাড়ার পাত্র নন। তিনি খুব আশাবাদী, দেশের হয়ে একশো টেস্ট খেলবেন। তাই আসন্ন বাংলাদেশ সিরিজ ও বর্ডার – গাভাসকার ট্রফির (Border-Gavaskar Trophy 2024) আগে নিজেকে যেন একবার ঝালিয়ে নিলেন তিনি। রবিবার কাউন্টি ক্রিকেটে লিস্টারশায়ারের (Leicestershire) হয়ে শতরান করেছেন ভারতীয় দলের এই ব্রাত্য ব্যাটার।

সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এছাড়াও এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। এছাড়াও নভেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য রীতিমতো সাধনা করছেন ‘জিঙ্কস’। কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ার খেলছে গ্ল্যামারগনের বিরুদ্ধে। এদিন প্রথম ইনিংসে ৪২ রান করেছিলেন রাহানে (Ajinkya Rahane)। তারপর দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন তিনি।

   

শেষ বার ২০২৩ সালের জানুয়ারি মাসে রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে শতরান করেছিলেন রাহানে (Ajinkya Rahane)। তারপর এদিন গ্ল্যামারগনের বিরুদ্ধে ১৯০ বলে ১০২ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ইনিংস খেলতে নেমে ১৩টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারিও মেরেছেন তিনি। এর আগেও একবার বাদ পড়েছিলেন এই ব্যাটার; তবে রঞ্জিতে রান করায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাদশে সুযোগ দেয়া হয়েছিল তাঁকে। সেই ঘটনার পুনরাবৃত্তি চান তিনি।

এদিন ম্যাচ অবশ্য ড্র হয়। তবে এই ইনিংস খেলে টেস্টে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আরও একবার উস্কে দিলেন তিনি। রাহানে (Ajinkya Rahane) যদি ধারাবাহিকতা দেখাতে পারেন, তাহলে হয়তো তাকে ফের টেস্ট দলে দেখা যেতে পারে। তিন নম্বরে নেমে ভারতীয় দলের হয়ে শুভমন গিল (Shubman Gill) ভরসা দিতে ব্যর্থ। তবে রাহানে ফিরলে অবাক হওয়ার কিছু নেই।