Aizawl FC: নর্থইস্টের এই তারকা ফুটবলারকে এবার দলে টানল আইজল

Joe Zoherliana

গত ফুটবল মরশুমের শুরুটা কিছুটা ভালো হলেও টুর্নামেন্ট যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে হয়েছে মিজোরামের এই ফুটবল দলকে (Aizawl FC)। নির্ধারিত ২২টি ম্যাচের শেষে মোট ২৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৭ নম্বরে থেকেই শেষ হয়েছে তাদের অভিযান। তবে নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই আইলিগ জয়ী ক্লাব। তাই বাকি দলগুলির মতো খেলোয়াড় বাছাইয়ের কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে এই আইজল। এক্ষেত্রে গত ফুটবল মরশুমে হিরো আইএসএল খেলা একাধিক তারকা ফুটবলারকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করা হল এবার।

এক্ষেত্রে গত কয়েকদিন আগেই চেন্নাইন এফসির প্রাক্তন ফুটবলার সজল বাগকে দলে যুক্ত করেছিল আইজল। এফসি। শেষ ইন্ডিয়ান সুপার লিগে চেন্নাইন দলের রিজার্ভ বেঞ্চে দেখা গিয়েছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। বেশ কয়েকটি ম্যাচে খেলেও ছিলেন তিনি। একটা সময় মোহনবাগানের যুব দল থেকে উঠে এলেও পরবর্তীকালে বাংলার একাধিক ক্লাবের জার্সিতে এই তরুণ ফুটবলার।

   

Joe Zoherliana

এবারের এই নয়া মরশুমে মিজোরামের এই দলের জার্সিতে খেলবেন তিনি। তবে সেখানেই শেষ নয়। এবার আইএসএলের আরেক ফুটবল দল নর্থইস্ট ইউনাইটেডের আরেক প্রতিভাবানকে এবার দলে টানল আইজল এফসি।

তিনি জো জোহেরলিয়ানা। শেষ হিরো আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের জার্সিতে খেললেও এবার আইলিগ খেলতে দেখা যাবে এই তারকাকে। একটা সময় শিলং লাজং এফসির যুব দল থেকে উঠে এসেছিলেন এই তারকা। পরবর্তীতে চেন্নাই, পুনে ও বেঙ্গালুরু দলে খেলার পর এবার যুক্ত হলেন এই দলের সঙ্গে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন