মিজোরামের এই ফুটবলারের দিকে নজর আইলিগের দুই ক্লাবের

Aizawl FC, Chanmari FC Eye Mizoram’s Vanlalhriatzuala K for I-League
Aizawl FC, Chanmari FC Eye Mizoram’s Vanlalhriatzuala K for I-League

মাস কয়েক আগেই শেষ গত ফুটবল মরসুম। যেখানে ব্যাপকভাবে সক্রিয়তা দেখিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। তবে খুব একটা পিছিয়ে থাকেনি দেশের অন্যান্য ফুটবল ক্লাব গুলি। মরসুমের শুরুতেই সকলকে চমকে দিয়েছিল দেশের অন্যান্য ক্লাব। যার মধ্যে অন্যতম নর্থইস্ট ইউনাইটেড। সবুজ-মেরুন ব্রিগেডকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। তারপর শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল মানোলো মার্কুয়েজ। অন্যদিকে, এখনও পর্যন্ত আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ধরা হচ্ছে চার্চিল ব্রাদার্সকে।

তবে এখনো পর্যন্ত আইনি জটিলতা রয়েছে এই বিষয়টি নিয়ে। আসলেও এখনো পর্যন্ত এই শিরোপা জয়ের ক্ষেত্রে উঠে আসছে বারাণসীর ইন্টার কাশীর নাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। বর্তমানে নতুন সিজন শুরু হওয়ার ক্ষেত্রে বেশকিছুটা সময় বাকি থাকলেও এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রতিটি ফুটবল ক্লাব। আইএসএলের থেকে খুব একটা পিছিয়ে নেই আইলিগের ক্লাব গুলি। চার্চিল ব্রাদার্স থেকে শুরু করে রাজস্থান ইউনাইটেড।

   

নিজেদের পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। এসবের মাঝেই এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ভ্যানলালহ্রিয়াতজুয়ালার (Vanlalhriatzuala K) নাম। বর্তমানে দিল্লি এফসির সঙ্গে যুক্ত রয়েছেন মিজোরামের এই মিডফিল্ডার। গত মরসুমে দলের হয়ে খেলেছিলেন প্রায় ২০টি ম্যাচ। যার মধ্যে ১টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট ছিল বছর চব্বিশের এই ফুটবলারের। বিশেষ সূত্র মারফত খবর, এবার তাঁকে নিতেই নাকি আসরে নেমেছে দুই ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে আইজল এফসি এবং চানমারি এফসি।

তবে মনে করা‌ হচ্ছে এই ফুটবলারকে দলে টানার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে আইজল এফসি। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে দিল্লি দলের যারফলে অনায়াসেই তাঁকে দলে টানতে পারবে ক্লাব গুলি। শেষ পর্যন্ত কোথায় যোগদান করেন এই ফুটবলার এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন