সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ৮৫ বছরের ইতিহাসে প্রথমবার একজন প্রাক্তন ফুটবলার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। শুক্রবার ভোটের ফলপ্রকাশের পর প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের (Kalyan Choubey) ফেডারেশন সভাপতি হিসেবে জয় AIFF’র ইতিহাসে এক মাইলস্টোন গেঁথে দিয়েছে।
AIFF’র প্রেসিডেন্ট পদে কল্যাণ চৌবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন আর এক প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় ভারতীয় ফুটবলে ‘পাহাড়ি বিছে’ ভাইচুং ফেডারেশনের নির্বাচনে হেরে গেলেও শুক্রবার দুই প্রতিদ্বন্দ্বীই দেশের ফুটবল হাউসে উপস্থিত থেকে গোটা নির্বাচনী গণণা প্রক্রিয়ার ওপরে নজর রেখেছিলেন। ভোট গণণার ফলপ্রকাশের পর কল্যাণ চৌবে ও ভাইচুং ভুটিয়া করমর্দন করে এবং নব নির্বাচিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে অভিনন্দন জানান।
নব নির্বাচিত AIFF সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় ফুটবলের আইকন ভাইচুং ভুটিয়া প্রসঙ্গে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,””ভারতীয় ফুটবলে তাঁর অবদান কখনই ভোলা যাবে না। আমি অবশ্যই তাঁর মতামতকে স্বাগত জানাব, এবং সকলের মতামত বিবেচনায় নেব।”
কল্যাণ চৌবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন,”ভারতীয় ফুটবল আজ যে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেসব নিয়ে কাজ করার জন্য এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি সমস্ত প্রখ্যাত ফুটবলারদের যুক্ত করতে চাই৷ ১০০ দিন পর, আমরা ভারতীয় ফুটবলের জন্য রোডম্যাপ উন্মোচন করার এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছি৷”
প্রসঙ্গত,বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়েছিল। কারণ FIFAর সংবিধানে যে কোনও দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষ অর্থাৎ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) কার্যভার অবৈধ, কেননা এই COA নির্বাচিত নয়,মনোনীত। আর তাই শেষ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা ভারতীয় ফুটবলের ওপর FIFAর নিষেধাজ্ঞার খাঁড়া অবসানের জন্য ভারতের সুপ্রীম কোর্টকে ময়দানে নামতে হয়। শীর্ষ আদালতের হস্তক্ষেপে COA’র অস্তিত্ব বাতিল করে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গেই FIFAর নিষেধাজ্ঞার গুতো কিছুটা লাঘব হয়।
শুক্রবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচনের দিকে নজর রেখেছিল FIFA। এবার FIFA’র কাছে একটি লিখিত আকারে চিঠি পাঠাতে হবে। ওই চিঠিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত প্রেসিডেন্ট সহ নির্বাচিত অন্যান্য পদাধিকারীদের নাম উল্লেখ করে AIFF’র ওপর থেকে নির্বাসনের খাঁড়া চিরতরে মুছে ফেলার জন্য আবেদন রাখা হবে।