চুক্তি বাতিলের ফল! স্টিমাককে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে চলেছে এআইএফএফ

গত জুন মাসে ইগর স্টিমাকের (Igor Stimac) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। আসলে গত মার্চ মাসে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারের পর…

Coach Igor Stimac

গত জুন মাসে ইগর স্টিমাকের (Igor Stimac) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। আসলে গত মার্চ মাসে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারের পর সেই নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল দেশের ফুটবলপ্রেমী মানুষ। যারফলে এমনকি সেই ম্যাচের শেষে গো ব্যাক স্লোগান ও শুনতে হয়েছিল স্টিমাককে‌। এই পরিস্থিতিতে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচের ফলাফলের ভিত্তিতে কোচের ভবিষ্যত নির্ধারনের পরিকল্পনা নিয়েছিল এআইএফএফ। কোচের ভবিষ্যত।

কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করতে পারেনি ব্লু-টাইগার্স। পাশাপাশি ভারতীয় দলের জার্সিতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ছিল সেটি। কিন্তু গোলশূন্য ফলাফলে শেষ হয়েছিল এমন গুরুত্বপূর্ণ ম্যাচ। যা হতাশ করেছিল সকলকে। এমনকি পরবর্তীতে কাতার ম্যাচে ও দেখা গিয়েছিল সেই একই পরিস্থিতি। যারফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব হয়নি ভারতীয় ফুটবল দলের। এই পরিস্থিতিতে ইগর স্টিমাকের সঙ্গে চুক্তিভঙ্গ করে ফেডারেশন।

   

পরবর্তীতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয় স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজের হাতে। তাঁর তত্ত্বাবধানেই এবার ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলছে গুরপ্রীত সিং সিন্ধুরা। তবে চুক্তি ভঙ্গের এমন সিদ্ধান্ত খুব একটা সহজ ছিলনা। এই ইস্যু নিয়েই পরবর্তীতে বদলে যায় গোটা পরিস্থিতি। কোচের তরফে দাবি করা হয় একটি বিরাট অঙ্কের অর্থ। যা নিয়ে ক্রমশ জটিল হয়ে উঠতে থাকে বিষয়টি।

সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাককে প্রায় চার লাখ ডলার দিতে রাজি হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় মুদ্রায় যা গিয়ে দাঁড়ায় ৩.৩৬ কোটি টাকা। অর্থাৎ এই বিরাট পরিমাণ অর্থের বিনিময় মিটতে চলেছে গোটা সমস্যা।