HomeSports News"আইএসএল এই মরসুমে..." বড় কথা জানালেন ফেডারেশন সভাপতি

“আইএসএল এই মরসুমে…” বড় কথা জানালেন ফেডারেশন সভাপতি

- Advertisement -

২০২৫-২৬ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই মরসুমে আইএসএল হবে। যদিও শুরুর নির্দিষ্ট দিন এখনই বলা সম্ভব নয়, তবে তিনি আশ্বাস দিয়েছেন “যা কিছুই হোক, লিগ হবে।”

গত কিছু সপ্তাহ ধরেই চলছিল জল্পনা। আইএসএল আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ফেডারেশনকে জানিয়েছিল, আপাতত আইএসএল স্থগিত রাখা হয়েছে। এর পেছনে মূল কারণ সুপ্রিম কোর্টে চলা একটি মামলা, যেখানে এআইএফএফের সংবিধান সংশোধন নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। মে মাসে আদালত নির্দেশ দিয়েছিল, এই মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এআইএফএফ এবং এফএসডিএল কোনো চুক্তি বা আলোচনা শুরু করতে পারবে না।

   

এই পরিস্থিতিতে ফুটবলার থেকে শুরু করে ক্লাব, কোচ, সাপোর্ট স্টাফ, ব্রডকাস্টার সব পক্ষের মধ্যেই তৈরি হয় উদ্বেগ। কারণ, সাধারণত আইএসএল প্রতি বছর সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে এবং এই লিগ দেশের শীর্ষ স্তরের প্রতিযোগিতা। যদি এই লিগ না হয়, তাহলে হাজার হাজার মানুষ, যাঁরা এই খেলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাঁদের জীবিকাই সঙ্কটে পড়বে।

কল্যাণ চৌবে বৃহস্পতিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Indian Olympic Association) সাংবাদিক সম্মেলনে বলেন, “একজন সভাপতি হিসেবে আমি সব পক্ষকে নিশ্চিত করছি, এই মরসুমে আইএসএল হবেই। অবশ্যই, কিছুটা দেরি হতে পারে, কারণ আমাদের অপেক্ষা করতে হবে আদালতের চূড়ান্ত রায়ের জন্য। কিন্তু আমরা আমাদের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে লিগ শুরু করা যায়।”

তিনি আরও বলেন, “সময় খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্যালেন্ডার, ফিফা উইন্ডো, হোম-অ্যাওয়ে ম্যাচ সব বিষয় মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই একটা সমাধান বের হবে।”

এদিকে, ভারতীয় পুরুষ ফুটবল দলের জন্যও নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রযুক্তিগত কমিটি ইতিমধ্যে তিনজন কোচের নাম প্রস্তাব করেছে গ্রীক-সাইপ্রিয়ট স্টিফেন কনস্টানটাইন, স্লোভাকিয়ার স্টেফান টারকোভিচ এবং ভারতীয় খালিদ জামিল। আগামী ১০ দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে ফেডারেশন ।

আইএসএল নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা শুধু খেলোয়াড় নয়, স্পনসর, মিডিয়া পার্টনার, এমনকি সমর্থকদের মধ্যেও প্রভাব ফেলেছে। তবে কল্যাণ চৌবের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে। এআইএফএফের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায় এলেই সকল স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে আইএসএল সহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা কীভাবে নির্বিঘ্নে আয়োজন করা যায়, সেই পরিকল্পনা নেওয়া হবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular