Igor Stimac: স্টিমাচকে নিয়ে আলোচনায় বিশেষ কমিটি গঠন ফেডারেশনের

Igor Stimac Satisfied After Meeting with Kalyan Kalyan Chaubey

কয়েকদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছে ব্লু-টাইগার্স। এগিয়ে থেকেও আসেনি জয়। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে। একটা সময় এই ফুটবল দলকে অতি সহজেই পরাজিত করলেও এখন তাদের সাথে লড়াই করতে কার্যত হিমশিম খেতে হয় সুনীলদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের কোচ ইগর স্টিমাচের (Igor Stimac) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। বিশেষ করে পরবর্তী ক্ষেত্রে আদৌ তাকে দায়িত্বে রাখা কতটা সংযত সেই নিয়েও প্রশ্ন উঠেছে একাধিকবার। এই পরিস্থিতিতে তাকে দায়িত্ব থেকে মুক্ত করার কথাও বলতে শুরু করেছেন অনেকে।

যদিও এই নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তা জানিয়েছিলেন, স্টিমাচকে দলের দায়িত্ব থেকে বর্তমানে বাতিল করা হলে তার প্রভাব পড়তে পারে সংস্থার অন্দরে। পাশাপাশি প্রভাব আসতে পারে দলের পারফরম্যান্সে। তাছাড়া এখন এই কোচকে ছাটাই করলে বড়সড় ক্ষতিপূরণ দিতে হবে ফেডারেশনকে। সেজন্য, আগামী জুন মাস পর্যন্ত অপেক্ষা করাই যথাযথ।

   

তবে তার আগে যদি তিনি নিজে থেকেই সরে যেতে চান তাহলে বাঁধা দেবে না এআইএফএফ। অর্থাৎ ইচ্ছে থাকলেও যে উপায় নেই তা এক প্রকার স্পষ্ট। এসবের মাঝেই শীঘ্রই জাতীয় দলের কোচের সঙ্গে আলোচনায় বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

যে খবর উঠে এসেছে সেই অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর এবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে এআইএফএফ। যেটি নেতৃত্ব দেবেন সভাপতি কল্যান চৌবে। শোনা যাচ্ছে, আগামী জুন মাসে আয়োজিত বাকি ম্যাচগুলির ক্ষেত্রে ইগর স্টিমাচের ভূমিকা নিয়েই হতে চলেছে বিশেষ আলোচনা। এখন সেদিকেই নজর সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন