Monday, December 8, 2025
HomeSports NewsAIFF: ভারতীয় ফুটবলে ঐতিহাসিক সিদ্ধান্ত, আরও কঠিন হল প্রতিযোগিতা

AIFF: ভারতীয় ফুটবলে ঐতিহাসিক সিদ্ধান্ত, আরও কঠিন হল প্রতিযোগিতা

- Advertisement -

ভারতীয় ফুটবল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতিত কল্যাণ চৌবের উপস্থিতিতে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। আগামী দিনে ভারতীয় ফুটবলে দেখা যাবে একাধিক ক্লাবকে।

হিরো আই লিগে কর্পোরেট এন্ট্রির জন্য পাঁচটি সংস্থা দরপত্র জমা দিয়েছিল। ওয়াইএমএস ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড (বারাণসী, উত্তরপ্রদেশ), নামধারী সিডস প্রাইভেট লিমিটেড (ভাইনি সাহেব ভিলেজ, পাঞ্জাব), নিমিদা ইউনাইটেড স্পোর্টস ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড (বেঙ্গালুরু, কর্ণাটক), কনকাটেনেট অ্যাডভেস্ট অ্যাডভাইজরি প্রাইভেট লিমিটেড (দিল্লি) এবং বাঙ্কারহিল প্রাইভেট লিমিটেড (আম্বালা, হরিয়ানা)। এদিনের বৈঠকে কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে পাঁচ দরদাতাকে হিরো আই লিগে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিযোগিতাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কমিটির এই সিদ্ধান্ত।

   

এআইএফএফ-এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৪৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কমিটি মনে করে ফেডারেশন কাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে পুনরুজ্জীবিত করাই হবে বুদ্ধিমানের কাজ। সেই উদ্দেশ্যে এক ধাপ এগিয়ে যেতে এই সিদ্ধান্ত নিয়েছে যে ফেডারেশন কাপ ২০২৩-২৪ মরসুম থেকে ভারতে প্রিমিয়ার কাপ প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হবে।

কমিটির বৈঠক শেষে এআইএফএফ-এর সেক্রেটারি জেনারেল ডঃ শাজি প্রভাকরন বলেন, “কার্যনির্বাহী কমিটির সমস্ত সদস্যকে আজ সমস্ত সিদ্ধান্তে অংশ নিতে দেখে অত্যন্ত উৎসাহব্যঞ্জক লাগছে। আমরা ভারতীয় ফুটবলের এজেন্ডা নিয়ে খোলামেলা আলোচনা করেছি, বিশেষ করে হিরো আই লিগে পাঁচটি নতুন ক্লাবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ঐতিহাসিক। এজন্য আমি লিগ কমিটি ও নির্বাহী কমিটির প্রতি কৃতজ্ঞ।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular