২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মরসুমের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, সুপার কাপ (Super Cup)। ৭ সেপ্টেম্বর সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করে দিয়েছে। কিন্তু ভারতীয় ফুটবলের (Indian Football) সবচেয়ে বড় টুর্নামেন্ট আইএসএল (ISL) এখনও অনিশ্চিত। সম্ভবত চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতেই শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ। তবে এএফসি (Asian Football Confederation) প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে এই দুই প্রতিযোগিতা থেকেই।
Nepal : “শিলিগুড়ি…!” নেপালের পরিস্থিতি নিয়ে একী বললেন ভাইচুং
এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League 2) জন্য ভারত থেকে মাত্র দুটি স্লট নির্ধারিত হয়েছে। যার একটি যাবে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়নের ঝুলিতে। তারা সরাসরি খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্যায়ে। অন্যদিকে, সুপার কাপ চ্যাম্পিয়ন দল পাবে প্লে-অফ পর্যায়ে খেলার সুযোগ। সেখান থেকে জয়ী হলে তারা যোগ দেবে মূল গ্রুপ পর্বে। তবে হারলেও তাদের জন্য দ্বিতীয় সুযোগ থাকছে, এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়ার। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সেই বিষয় ইন্ডিয়ান সুপার লিগের সব দল এবং আইলিগের (I-League) ছয় দলকে এই সংক্রান্ত বিষয় নিশ্চিত করেছে ফেডারেশন।
AIFF has informed all ISL and 6 I-League clubs that the winner of the the AIFF Super Cup 2025 will be awarded the AFC Champions League Two play-off for the 2026-27 season, provided the team also gets the Premier 1 License under the Indian Club Licensing regulations.
— Marcus Mergulhao (@MarcusMergulhao) September 12, 2025
এদিকে, সুপার কাপের সম্প্রচার নিয়ে আলোচনায় বসেছে ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)। লক্ষ্য একটাই—দেশজুড়ে ফুটবলপ্রেমীরা যাতে ঘরে বসেই এই প্রতিযোগিতার সব ম্যাচ উপভোগ করতে পারেন, তার জন্য মানসম্মত ব্রডকাস্টিং নিশ্চিত করা।
Bhaichung Bhutia: খালিদের নেতৃত্বে আশার আলো! ভাইচুংয়ের মুখে ভারতীয় ফুটবলের দিশা
সুপার কাপ ঘিরে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। একদিকে এএফসি খেলার সুযোগ, অন্যদিকে ব্রডকাস্টিং-এর উন্নয়ন। সব মিলিয়ে ভারতীয় ফুটবলের জন্য এক গুরুত্বপূর্ণ মৌসুমের সূচনা হতে চলেছে অক্টোবরেই।
AIFF has informed Super Cup 2025 champion team will get chance AFC Champions League 2 play-off