AIFF Files Complaint: মোহনবাগানের বিরুদ্ধে ফেডারেশনের বড় অভিযোগ

জিতেও স্বস্তি নেই। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অভিযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)। এআইএফএফ-এর নিয়ম ভঙ্গের অভিযোগে উঠেছে ক্লাবের বিরুদ্ধে।     মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর…

AIFF Files Complaint Against Mohun Bagan Super Giants

short-samachar

জিতেও স্বস্তি নেই। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অভিযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)। এআইএফএফ-এর নিয়ম ভঙ্গের অভিযোগে উঠেছে ক্লাবের বিরুদ্ধে।

   

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্যাচ থেকে সমস্যার সূত্রপাত। মাঠে ও মাঠের বাইরে আলোচনায় ছিল বাগান। জামশেদপুর এফসির বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেয়ে খুশির মেজাজ ছিল সবুজ মেরুন ব্রিগেডে। তেমনই অস্বস্তি বাড়িয়েছিল গ্যালারির একটি ঘটনা। বিতর্কের কেন্দ্রে একটি টিফো।

আধুনিক ফুটবলের সঙ্গে টিফোর ওতপ্রোত সম্পর্ক। বড় পোষ্টারের মাধ্যমে ভাবনা ফুটিয়ে তোলার জন্য টিফো কাজে লাগানো হয়। কখনও নিজেদের প্রিয় ক্লাবের গৌরব তুলে ধরতে কিংবা কখনও প্রতিপক্ষ দলের ওপর প্রভাব বিস্তার করার জন্য টিফো, পোস্টার, ব্যানার ইত্যাদি সমর্থকরা ব্যবহার করে থাকেন। কিছু টিফো-পোস্টার চোখে পড়ার মতো হয়। যেমনটা ছিল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফস ম্যাচের একটি টিফো।

যে টিফোকে নিয়ে এতো বিতর্ক সেই টিফোটি ফুটবল প্রেমীদের নজর কেড়েছে। কেউ বলছেন ভালো, কেউ বলছেন মন্দ। ফেডারেশন বিষয়টা ভালো চোখে দেখছে না। টিফোটি এনেছিলেন মোহনবাগান ক্লাবের সমর্থকরা। সমর্থকদের কোনো আচরণ বিতর্কিত হলে তার দায় নিতে হয় ক্লাবকেই। এক্ষেত্রেও বাগানের বিরুদ্ধে অভিযোগ এনেছে ফেডারেশন। ফেডারেশনের ৬৭ নম্বর ধারা ভাঙার অভিযোগ।