১৪ অক্টোবরের এএফসি এশিয়ান কাপ ২০২৭ যোগ্যতা অর্জন (AFC Asian Cup 2027 Qualifier) পর্বে ভারতের (Indian Football Team) মুখোমুখি হতে চলেছে সিঙ্গাপুর (Singapore)। গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রথমে নির্ধারিত ছিল বেঙ্গালুরুর (Bengaluru) কান্তিরাভা স্টেডিয়ামে। তবে শেষ পর্যন্ত ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গোয়ার (Goa) পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Pandit Jawaharlal Nehru Stadium)। এই সিদ্ধান্তে হতাশ বেঙ্গালুরুর ফুটবলপ্রেমীরা।
দেশের মাটিতে শেষ ম্যাচ মেসির! ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা সহ ৫ দেশ
এই বিষয়ে এক বিবৃতিতে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) জানিয়েছে, “এএফসি এশিয়ান কাপ ২০২৭ যোগ্যতা অর্জনে গ্রুপ সি’র অন্তর্গত ভারত-সিঙ্গাপুর ম্যাচটি ১৪ অক্টোবর গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আয়োজিত হবে।”
ফেডারেশনের পক্ষ থেকে সরাসরি কিছু না বলা হলেও, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) কান্তিরাভা স্টেডিয়ামের মাঠের অবস্থা এবং অন্যান্য কিছু অবকাঠামোগত সমস্যার কারণে ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি।
ফেডারেশন সূত্রের খবর অনুযায়ী, “মাঠের ঘাসের মান খারাপ, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ নেই। বেঙ্গালুরু এফসি সাধারণত স্টেডিয়ামটির দায়িত্বে থাকে, কিন্তু ক্লাব এখন কিছুটা ‘পজ’ রয়েছে। ফলে স্টেডিয়ামের একচেটিয়া ব্যবহারের বিষয়েও সমস্যা হয়েছে।” এহেন পরিস্থিতিতে ফেডারেশন বাধ্য হয়ে বিকল্প ভেন্যু হিসেবে গোয়ার ফতোরদা স্টেডিয়ামের কথা ঘোষণা করে।
এশিয়া কাপের বাকি পাঁচ দিন, আচমকা ক্রিকেটকে ‘গুডবাই’ অভিজ্ঞ লেগস্পিনারের
কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনের (KSFA) সভাপতি তথা ফেডারেশনের সহ-সভাপতি এনএ হারিস বলেন, “কান্তিরাভা স্টেডিয়ামে শুধুমাত্র ফুটবল নয়, অ্যাথলেটিক্স-সহ বহু খেলা হয়। ফলে মাঠকে ভালো অবস্থায় রাখতে সময় প্রয়োজন হয়। এই ম্যাচটি আমাদের হঠাৎই দেওয়া হয়েছিল। আমরা খুবই দুঃখিত যে ম্যাচটি অন্যত্র চলে যাচ্ছে। তবে বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে ছিল না।” তিনি আরও আশ্বাস দেন যে, “বেঙ্গালুরুতে খুব শীঘ্রই এক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলা হবে।”
১৪ অক্টোবরের ম্যাচটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে এখনও পর্যন্ত জয়হীন ‘ব্লু টাইগার্স’রা প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ০-০ গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে হংকংয়ের কাছে ০-১ গোলে হেরে যায়। অক্টোবরে ভারতের দুটি ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের বিরুদ্ধে। প্রথমটি ৯ অক্টোবর, সিঙ্গাপুরের কালাং ন্যাশনাল স্টেডিয়ামে। দ্বিতীয়টি ১৪ অক্টোবর, যা হবে ভারতের ‘হোম ম্যাচ’। এই ম্যাচেই বদল এনে তা গোয়ায় স্থানান্তরিত করা হয়েছে। গ্রুপের তলানিতে থাকা ভারতীয় দলের জন্য এই ম্যাচ জিততেই হবে। জয় না পেলে ২০২৭ এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের আশা প্রায় শেষ হয়ে যাবে। ফলে ১৪ অক্টোবর গোয়ায় ভারতের সামনে থাকবে শুধুই জয় অর্জনের লক্ষ্যে মাঠে নামার চ্যালেঞ্জ।
ক্রিকেট মাঠ থেকে তদন্ত কক্ষে! ‘গব্বর’কে তলব ইডির, কিন্তু কেন?
🚨 Venue announcement for India’s 🇮🇳 AFC Asian Cup 2027 Final Round Qualifiers home fixture against Singapore 🇸🇬#IndianFootball ⚽ pic.twitter.com/nk9cmH1cnX
— Indian Football Team (@IndianFootball) September 4, 2025
AIFF change Venue for Indian Football Team vs Singapore AFC Asian Cup 2027 qualifier match