আইএসএল শুরু হবে তো? বিবৃতি দিল AIFF

AIFF calls for an urgent meeting with the legal teams of ISL clubs for Indian Football- File Picture
AIFF calls for an urgent meeting with the legal teams of ISL clubs for Indian Football- File Picture

ভারতীয় ফুটবলের (Indian Football) সর্বোচ্চ প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) ইস্যুতে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) মধ্যেকার জটিলতার কারণে আইএসএল শুরুর সময়সীমা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

গত ৭ অগস্ট দিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেশন, এফএসডিএল এবং আইএসএলের ১১টি ক্লাবের প্রতিনিধিরা মিলিত হন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর প্রায় ৬০ দিনের মধ্যে আইএসএল শুরু হবে। তার আগে সেপ্টেম্বর নাগাদ সুপার কাপ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যার চূড়ান্ত সময়সূচি ৭-১০ দিনের মধ্যেই জানানো হবে।

   

৮ আগস্ট ফেডারেশনের কাছে লিগের ১১টি ক্লাবের পক্ষ থেকে একটি সম্মিলিত চিঠি জমা পড়ে। সেখানে ক্লাবগুলি অনুরোধ করে, আইনি জটিলতা এবং লিগের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা যেন অবিলম্বে সুপ্রিম কোর্টের নজরে আনা হয়। কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি সেই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে ১৩ আগস্ট ক্লাবগুলির আইনি প্রতিনিধিদের সঙ্গে একটি জরুরি বৈঠক করে।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ক্লাবগুলির উদ্বেগকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনগত উপায়ে দ্রুত সমাধানে পৌঁছনোর চেষ্টা চলছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, AIFF আপাতত কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবে না যতক্ষণ না সংস্থার খসড়া সংবিধান সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়।

ফেডারেশন জানিয়েছে, তারা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (AFC) ক্লাব লাইসেন্সিং নিয়ম মানার ব্যাপারে কঠোর এবং ক্লাবগুলিও সেই নিয়ম মেনে চলতে রাজি হয়েছে। যুব লিগে ব্যয় কমানোর জন্য ক্লাবগুলি কম ভ্রমণের প্রস্তাব দিয়েছে। এবিষয়ে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে AIFF, FSDL এবং ISL ক্লাবগুলির মধ্যে ফের একটি বৈঠক হবে, যেখানে সুপার কাপের নির্দিষ্ট সূচি ও আইএসএল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

AIFF calls for an urgent meeting with the legal teams of ISL clubs for Indian Football

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleমোদী-শাহের বার্তা: দেশভাগের ক্ষত আজও গভীর স্মৃতিতে অমলিন
Next articleএডুকেশনাল লোনে মরাটোরিয়াম মানেই কি EMI মুক্তি? জানুন বিস্তারিত
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।