এফএসডিএলের সঙ্গে ইতিবাচক আলোচনায় ফেডারেশন

খুব শীঘ্রই হয়তো মিটতে চলেছে সমস্যা। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর বুকে বিশেষ বৈঠকে বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল (AIFF-FSDL talks) কর্তারা।…

Supreme Court to Rule on AIFF Constitution on July 18, Impacting ISL 2025-26 Season

খুব শীঘ্রই হয়তো মিটতে চলেছে সমস্যা। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সোমবার সন্ধ্যায় বেঙ্গালুরুর বুকে বিশেষ বৈঠকে বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএল (AIFF-FSDL talks) কর্তারা। যতদূর জানা গিয়েছে, কথাবার্তা অনেকটাই ইতিবাচক। সেটা নিঃসন্দেহে স্বস্তি দেবে দেশের সকল ফুটবলপ্রেমী মানুষদের। আরও জানা গিয়েছে, উভয় পক্ষের আলোচনার বিষয়টি আগামী ২৮ শে আগস্ট দেশের মহামান্য আদালত তথা সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হবে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রকাশিত হবে সমস্ত কিছু। অর্থাৎ শুনানির আগে কোনও মন্তব্য করবে না কোনো পক্ষ।

উল্লেখ্য, গত ২০১৪ সাল থেকে স্বগৌরবের সহিত ইন্ডিয়ান সুপার লিগ টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসলেও চলতি বছরের ডিসেম্বরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে শেষ হচ্ছে সেই চুক্তি। যারফলে দেশে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে যথেষ্ট দোটানায় রয়েছে আয়োজক সংস্থা তথা এফএসডিএল। সেখান থেকেই সমস্যার আবির্ভাব। মূলত মাস্টার রাইটস এগ্ৰিমেন্ট তথা এমআরএ নবীকরণ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজনকারী সংস্থার সঙ্গে জটিলতা দেখা দেওয়ার ফলে গত কয়েক মাস ধরে বারংবার প্রশ্নের মুখে পড়েছে আইএসএলের আয়োজন।

   

সমাধান সূত্র খুঁজে বের করার উদ্দেশ্য নিয়েই গত ৭ই আগস্ট রাজধানীর বুকে দল গুলিকে নিয়ে আলোচনায় বসেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। সেখানে মৌখিক সম্মতিতে দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনের কথা জানিয়েছিলেন সভাপতি। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে জানা যায়নি কিছু। উল্লেখ্য, প্রথম ডিভিশন লিগ আয়োজনের বিনিময়েই সুপার কাপে অংশগ্রহণ করতে রাজি হয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সপ্তাহখানেক আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে একটি বিশেষ চিঠি প্রেরণ করেছিল টুর্নামেন্টের অধিকাংশ ক্লাবগুলি।

Advertisements

তারপরেই আজ আলোচনায় বসেছিল উভয়পক্ষ। মনে করা হচ্ছে, এক্ষেত্রে পুরনো এগ্রিমেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে অস্থায়ী চুক্তির মধ্য দিয়ে আর ও কয়েকমাস সেটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে উভয়ের যারফলে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ আয়োজনে হয়তো খুব একটা সমস্যা হবে না। এখন সেদিকেই নজর থাকবে প্রত্যেকের।