চিন্তার আনাগোনা শুরু হয়ে গেছিলো ওয়েন কোলে’কে কোচের পদ থেকে সরানোর পর থেকে। গতবছর আইএসএলের লিগ চ্যাম্পিয়ন হয়েছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)৷ স্বাভাবিক ভাবেই নতুন বছরে কোচ সমস্যা নিয়ে খানিকটা চিন্তার মধ্যে ছিলো এই ফ্রাঞ্চাইজি। তবে রোববার সমস্ত চিন্তার অবসান ঘটলো।
আজ আনুষ্ঠানিকভাবে আইএসএলের এই ক্লাব নয়া কোচের নাম ঘোষণা করলো। এইডি বুথরয়েডকে কোচ হিসেবে নিযুক্ত করেছে তারা। এই প্রথম বার ইংল্যান্ডের বাইরে কোচিং করাতে আসছেন এই বিদেশি কোচ।
তার কোচিংয়ে ২০০৬ সালে ওয়াটফোর্ড প্রিমিয়ার লিগে উঠে এসেছিল। এছাড়া ক্লাব কেরিয়ারে কোলচেস্টার ইউনাইটেড, কভেন্ট্রি সিটি এবং নর্দাম্পটন ইউনাইটেডের দায়িত্ব সামলেছিলেন তিনি।
দায়িত্ব সামলেছিলেন ইংল্যান্ডের একাধিক বয়সভিত্তিক দলের।অনুর্ধ্ব ১৯, অনুর্ধ্ব ২০ ও অনুর্ধ্ব ২১ ইংল্যান্ড দলের দায়িত্ব সামলেছিলেন এই ব্রিটিশ কোচ।এমন হাইপ্রোফাইল কোচের অধীনে এবার কি করে দেখায় ইংল্যান্ড,এখন সেটাই দেখার বিষয়।