বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশে বড়সড় সিদ্ধান্ত কেরালা ব্লাস্টার্সের

Kerala Blasters Mourns Air India Crash, Suspends Social Media Activity
Kerala Blasters Mourns Air India Crash, Suspends Social Media Activity

গত বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে আমেদাবাদ (Ahmedabad Tragedy)। সেদিন দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল ইংল্যান্ডগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রথমদিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ও টেক অফ করার পরেই দেখা দেয় বিপত্তি। বিপদের আশঙ্কা করে তড়িঘড়ি করে মেড-কল করা হয় পাইলটের তরফে। তারপর আর যোগাযোগ করা সম্ভব হয়নি সেই বিমানটির সঙ্গে। মাত্র কয়েকটা মিনিট। তারপরেই সব শেষ। নিমেষেই সেই বিমান গিয়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে।

নিমেষেই শেষ হয়ে যায় বহু তাজা প্রান। দুই বিমান চালকের পাশাপাশি দশজন ক্রু মেম্বার সহ মৃত্যুর মুখে চলে যায় অধিকাংশ বিমান যাত্রী। এমনকি রেহাই পায়নি হোস্টেলের পড়ুয়ারা। এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে একজন বিমান যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও এমন দুর্ঘটনা রীতিমতো স্তব্ধ করে দিয়েছে গোটা দেশের মানুষদের। সেই নিয়ে গতকাল থেকেই শোকের ছায়া সর্বত্র। শোক প্রকাশ করা হয় বিভিন্ন মহলের ব্যক্তিবর্গের তরফ থেকে। বাদ যায়নি দেশের ক্রীড়া জগত। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে শাটলার পিভি সিন্ধু থেকে শুরু করে শোক প্রকাশ করে ভারতীয় ফুটবল সংস্থা।

   

এমনকি নিজের সোশ্যাল সাইটে নিহত ব্যক্তিদের পরিবার বর্গের প্রতি সমবেদনা ও জ্ঞাপন করেন অধিনায়ক সুনীল ছেত্রী থেকে শুরু করে বর্তমান ফুটবল কোচ মানোলো মার্কুয়েজ। পাশাপাশি কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল সহ শোক প্রকাশ করে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। তাদের মধ্যেই রয়েছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স। নিজেদের সোশ্যাল সাইটে এই ঘটনার কথা উল্লেখ করে তাদের তরফে বলা হয়, ” এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে, ক্লাবটি আজ সোশ্যাল মিডিয়া কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সমবেদনা এবং প্রার্থনা নিহতদের, তাঁদের পরিবার এবং এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সাথে।”

আরও বলা হয়, “এই শোকের মুহূর্তে আমরা জাতির সাথে একাত্মতা প্রকাশ করছি। শনিবার থেকে নিয়মিত যোগাযোগ পুনরায় শুরু হবে।” অর্থাৎ একটি দিনের জন্য নিজেদের সোশ্যাল সাইটকে নিষ্ক্রিয় করে রাখল কেরালা ব্লাস্টার্স।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন