East Bengal : মিটতে চলেছে চুক্তি জট, এই সপ্তাহেই বাংলাদেশ যাচ্ছেন লাল-হলুদ কর্তারা

অবশেষে স্বস্তির নিঃশ্বাস লাল-হলুদ (East Bengal) সমর্থকদের। খুলতে চলেছে চুক্তি জট, কাটতে চলেছে অনিশ্চয়তা। সূত্রের খবর, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট আগামী তিন সপ্তাহের মধ্যে স্পোর্টিং স্বত্ব…

East Bengal

অবশেষে স্বস্তির নিঃশ্বাস লাল-হলুদ (East Bengal) সমর্থকদের। খুলতে চলেছে চুক্তি জট, কাটতে চলেছে অনিশ্চয়তা। সূত্রের খবর, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট আগামী তিন সপ্তাহের মধ্যে স্পোর্টিং স্বত্ব ফিরিয়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবকে। ইতিমধ্যেই তারা প্রক্রিয়া শুরু করে দিয়েছে। চুক্তি সংক্রান্ত কিন্তু আইনি জটিলতা রয়েছে, যেগুলি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করছে তারা।

Advertisements

আর এই খবর পৌঁছে গিয়েছে লাল-হলুদ কর্মকর্তাদের কানেও। ফলে দেরি না করে তাঁরা চলতি সপ্তাহের শেষ দিকেই উড়ে যাচ্ছেন বাংলাদেশ। সেখানে বসুন্ধরা গ্রুপের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইস্টবেঙ্গল কর্তারা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মরসুমে বসুন্ধরা গ্রুপই যে ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চলেছে, সেকথা আগেই জানানো হয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবের পক্ষ থেকে।

   

শুধু তাই নয়, কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ খেলার প্রস্তুতিও নিতে শুরু করেছে ইস্টবেঙ্গল। এমনটাই খবর সূত্র মারফৎ। এই দুই প্রতিযোগিতাকে সামনে রেখে দলগঠনের কাজ শুরু করেছেন কর্তারা। তবে তারা জানিয়েছে, এই দলের সঙ্গে আইএসএলের কোনও সম্পর্ক নেই। যদিও এই দুটি টুর্নামেন্টে যে সব ফুটবলাররা ভালো পারফরম্যান্স করবেন, তাঁদের আইএসএলের দলে রেখে দেওয়ার চিন্তা ভাবনাও রয়েছে ইস্টবেঙ্গলের। এই মুহূর্তে ফুটবলারদের সঙ্গে শুধুমাত্র কলকাতা লিগ ও ডুরান্ডের জন্যই চুক্তিবদ্ধ করতে চাইছে তারা। আইএসএলের দলগঠন নিয়ে কোচই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। পাশাপাশি ভালো মানের বিদেশি নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন কর্তারা। সেক্ষেত্রে অবশ্য বিনিয়োগকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।