Age Manipulation: বিতর্কিত একাধিক ফুটবলারকে ম্যাচের বাইরে রাখল East Bengal

East Bengal Secures Convincing 4-0 Win Against Mohun Bagan

ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বয়স ভাঁড়িয়ে (Age Manipulation Allegations) অনূর্ধ্ব ১৭ যুব টুর্নামেন্ট অভিযোগ তুলেছে মোহনবাগান। লাল হলুদের একাধিক ফুটবলারের বিরুদ্ধে ছিল অভিযোগ। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে বুধবারের ম্যাচে অভিযুক্ত ফুটবলারদের ম্যাচে নামাল না ক্লাব।

অনূর্ধ্ব ১৭ যুব প্রতিযোগিতায় মোহনবাগানের ঘরের মাঠে গিয়ে মোহনবাগানকেই ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপরেই ওঠে গুরুতর অভিযোগ। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়সে গড়মিল করার অভিযোগ তুলে ফেডারেশনের দ্বারস্থ হয় মোহনবাগান। সবুজ মেরুন ক্লাবের দাবি, একাধিক ফুটবলারের প্রকৃত বয়স লুকিয়ে মাঠে নামিয়েছিলেন লাল হলুদ শিবির। অভিযোগ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় ময়দানে। যদিও ইস্টবেঙ্গলের তরফে পাল্টা দাবি ছিল, সমস্যা থাকলে ফেডারেশন আগেই নিশ্চই জানতো।

   

আজ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ। লাল হলুদের প্রথম একাদশ ও রিজার্ভ বেঞ্চে একাধিক বদল লক্ষ্য করা গিয়েছে। কেউ কেউ দুইয়ে দুইয়ে চার করা শুরু করে দিয়েছেন। যদিও বিভিন্ন কারণে টিমে বদল আসতেই পারে।

মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৭ দল:
প্রথম একাদশ: দীপ বর্মন, প্রাঞ্জল সাহা, হারু রায়, আশিষ রায়, কার্তিক হাঁসদা, গুরনাজ সিং গ্রেওয়াল (অধিনায়ক), গোপাল দাস, আলফ্রেড লালরিনপুইয়া, রণিত মন্ডল, মহম্মদ আফজল, দেবজিত রায়।
সাব: অনিকেত, অজয়, ইয়ুসুফ, সুমিত, সুজয়, দীপু, দেবব্রত।

ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের দল:
প্রথম একাদশ: দীপ বর্মন, প্রাঞ্জল সাহা, হারু রায়, আশিষ রায়, কার্তিক হাঁসদা, গুরনাজ সিং গ্রেওয়াল (অধিনায়ক), গোপাল দাস, সুজয় পাল, মহম্মদ আফজল, রক্তিম জানা, দেবজিত রায়।
সাব: কৌশিক, অজয়, ইয়াসিন, প্রদীপ, দীপু, ইবুঙ্গগো, দেবব্রত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন