Congress: মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, সংসদ ভবন ঘেরাও অভিযান

১৪৪ ধারা ভেঙে ধুন্ধুমার। শীতের দিল্লি গরম করে দিল (congress) কংগ্রেস। বেকারত্বের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ যুব কংগ্রেসের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এলাকায় ১৪৪ ধারা জারি…

১৪৪ ধারা ভেঙে ধুন্ধুমার। শীতের দিল্লি গরম করে দিল (congress) কংগ্রেস। বেকারত্বের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ যুব কংগ্রেসের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।  ছবি এবং ভিডিও শেয়ার করতে জনগণকে “স্বৈরাচার” এবং “ফ্যাসিবাদ” এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছে।

শ্রীনিবাস বিভি, অলকা লাম্বা এবং অন্যান্য নেতাদের নেতৃত্বে ভারতীয় যুব কংগ্রেসের সদস্যরা বিভিন্ন ইস্যুতে সংসদ ভবন ঘেরাও করার পরিকল্পনা করেছে।

   

এক্স বার্তায় কংগ্রেস জানিয়েছে, গণতন্ত্রকে চূর্ণ করা হচ্ছে, তরুণদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে! আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করব এবং কোনো মূল্যে ফ্যাসিবাদী শক্তি ও তাদের পরিকল্পনাকে সফল হতে দেব না। এখন তরুণরা দেশের যুদ্ধে লড়বে, অহংকার ভাঙবে।” ক্ষমতায় যাদের!

সংসদে স্মোক বম্ব হামলার পর নিরাপত্তা ইস্যুতে বিরোধীদের হট্টোগোলের কারণে শতাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়। এর জেরে গতকাল সংসদ ভবনে তৃণমূল সাংসগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের সময়, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়কে নকল করে ব্যাঙ্গ করেন। তার ভূমিকায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণ যখন মিমিক্রি করছিলেন তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তার মোবাইল ফোনে তৃণমূল কংগ্রেস এমপির ছবি তুলতে দেখা গেছে। 

শ্রীরামপুরের তৃ়ণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড়কে নিয়ে অশালীন ব্যাঙ্গ করেছেন। কল্যাণের নামে অভিযোগ জমা পড়েছে। একইসাথে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকেও বরখাস্ত করার অভিযোগপত্র জমা পড়ে। এরপরেই যুব কংগ্রেসের বিক্ষোভ আরও বাড়তে থাকে। যন্তর মন্তরে দিল্লি পুলিশের ব্যারিকেড ভেঙে যুব কংগ্রেস সদস্যদের বিক্ষোভ সামাল দিতে নামে বিশাল পুলিশ।