আইএসএলে অংশগ্ৰহনের পর থেকে বারংবার ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal) ও ইনভেস্টর ইস্যুতে উত্তপ্ত হয়েছে ময়দানের লেসলি ক্লডিয়াস সরনী। কোয়েস গ্রুপ থেকে শুরু করে শ্রী সিমেন্ট দল গঠন কেকেন্দ্র করে বারংবার বাকবিতন্ডা দেখা দিয়েছে ক্লাব ও ইনভেন্টরের মধ্যে। এবার ও প্রায় সেরকমই ইঙ্গিত মিলল ময়দানে। গতবছর ইমামির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই একে অপরের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের কথা শোনা গিয়েছিল দুই পক্ষের মধ্যে। তবে এবার যেন অন্য সুর। তাহলে কি চিড় ধরল এই মধুর সম্পর্কে?
উল্লেখ্য, আগমী বছর ভালো দল করার লক্ষ্যে ক্লাব কর্তাদের তরফে একটি বিশেষ চিঠি পাঠানো হয় ইমামি ইস্টবেঙ্গলের ডিরেক্টরদের কাছে। যেখানে বেশ কিছু কোচ সহ দেশী-বিদেশী ফুটবলারদের কথা উল্লেখ করা হয়। সেইসাথে দল গঠনের ক্ষেত্রে উল্লেখিত খেলোয়াড়দের দিকে নজর দেওয়ার কথা জানানো হয়।
সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই নিজেদের বিবৃতি পেশ করল ইমামি কতৃপক্ষ। যেখানে তারা বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাদের কাছে তালিকা এসেছে। সকলের কথা চিন্তা করেই আগামী বছরের জন্য সেরা দল তৈরির চেষ্টা করবেন তারা। এই পর্যন্ত সব ঠিক থাকলেও বোর্ড মিটিং প্রসঙ্গ উল্লেখ করে ইমামির তরফ থেকে জানানো হয়, একাধিকবার বোর্ড মিটিংয়ের জন্য সময় নির্ধারণ করা হলে ও নাকি ক্লাবের তরফ থেকে ইতিবাচক কোনও ইঙ্গিত মেলেনি। যা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক।
এই প্রসঙ্গে ক্লাব কর্তা তথা বোর্ড সদস্য দেবব্রত সরকার বলেন, আমরা গত ১০ ডিসেম্বর বোর্ড মিটিংয়ের কথা জানালে ও কোনও ফল মেলেনি। বরং মৌখিক ভাবে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি বোর্ড মিটিংয়ের দিনক্ষণ স্থির করা হয়। সেইমতো সমস্ত কিছু বিবেচনা করে আমরা ১৯ ফেব্রুয়ারি বোর্ড মিটিংয়ের দিনক্ষন স্থির করলেও ইনভেন্টরের তরফ থেকে কোনও উত্তর মেলেনি। পাশাপাশি ক্লাব শীর্ষকর্তা আরো বলেন, আমার মনে হয় এই মিটিং নিয়ে দুই তরফের মধ্যে কোথাও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে এটি আদৌ ভুল বোঝাবুঝি নাকি সম্পর্কের ভাঙন তার উত্তর দেবে সময়।