বিশ্বকে বিদায় জানালেন এক তরুণ খেলোয়াড় (Cricketer Death)। মাত্র ৩০ বছর বয়সে হার্ট অ্যাটাকের (Heart Attack) কারণে প্রয়াত জানিয়েছেন তিনি। ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
মধ্যপ্রদেশের গুনা থেকে এই ঘটনা প্রকাশ্যে এসেছে। গুনার ফতেগড়ের মাঠে কলোনি এবং পারহার গ্রামের মধ্যে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখানে অনেক দল অংশ নিয়েছিল। যে তরুণ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে তিনিও ম্যাচের অংশ ছিলেন। খেলোয়াড়রা তাঁদের ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করছিলেন। এদিকে হঠাৎ বুকে ব্যথা শুরু হয় ওই তরুণ ক্রিকেটারের। ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খেলোয়াড়ের বন্ধুরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাঁকে। হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তার জানান যে তিনি প্রয়াত হয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পর আশপাশের গ্রামেও নীরবতা নেমে এসেছে।
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ক্রিকেটারের নাম দীপক খন্দেকর। একটি কোম্পানিতে চাকরি করলেও মাঝে মাঝে বাইরে যেতেন ক্রিকেট টুর্নামেন্ট খেলতে। এবারও টুর্নামেন্ট খেলতে ফতেগড়ে এসেছিলেন। বলা হচ্ছে, তিনি শারীরিকভাবে ফিট ছিলেন। তা সত্ত্বেও কীভাবে ওই খেলোয়াড়ের মৃত্যু হয়েছে তা অনেকেই বুঝতে পারছেন না। তাঁর বাবা একজন কৃষক, কৃষিকাজ করে সংসার চালাতেন। মাস দুয়েক আগেই দীপকের বিয়ে হয়েছিল।
মাস দেড়েক আগে উত্তরপ্রদেশের নয়ডা শহরেও একই ঘটনা ঘটেছিল। সেখানে একজন রান নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। এতে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেউই বুঝে উঠতে পারছিলেন না খেলোয়াড়ের কী হয়েছে। সহ-খেলোয়াড় তাঁকে সিপিআর দিয়েছিলেন, কিন্তু তবুও শেষ রক্ষা করা যায়নি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর নাম বিকাশ নেগি, পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার।