ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কার্যত দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলের (Indian Cricket Team) অধিনায়কের আসনে বড় পরিবর্তন আসতে চলেছে। রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে চমকে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বকে। আর ঠিক এই মুহূর্তে নতুন নেতৃত্বের খোঁজে ব্যস্ত হয়ে পড়েছে বিসিসিআই (BCCI)। নানা চর্চার মধ্যেই একটি নাম উঠে এসেছে প্রথম সারিতে। তিনি হলেন শুভমন গিল (Shubman Gill)।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও বয়সজনিত কারণে টেস্ট থেকে অবসর নিয়েছেন হিটম্যান। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় তিনি জানান, “টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য বড় সম্মানের। এখন সময় হয়েছে তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার।”
এই ঘোষণার পরই ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। নাম উঠেছে জসপ্রীত বুমরাহরও, তবে চোট-আঘাতের কারণে আপাতত তাকে দায়িত্ব দেওয়ার ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। এর মধ্যেই উঠে এসেছে ২৫ বছর বয়সি শুভমন গিলের নাম।
গিল বর্তমানে গুজরাট টাইটান্সের (GT) অধিনায়ক হিসেবে আইপিএলে দারুণ পারফরম্যান্স করেছেন। ১১ ম্যাচে ৮টি জয় এনে দিয়ে প্লে-অফের দৌড়ে রেখেছেন দলকে। নেতৃত্বে তার পরিণত চিন্তাধারা এবং ব্যাট হাতে ধারাবাহিকতা তাকে করে তুলেছে আগামী দিনের নেতা হিসেবে যোগ্য প্রার্থী।
শুধু নেতৃত্ব নয়, ব্যাটসম্যান হিসেবে গিল ইতিমধ্যেই নজর কেড়েছেন। ৩২টি টেস্টে ১৮৯৩ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ৫টি শতরান ও ৭টি অর্ধশতরান। যদিও অধিকাংশ সাফল্য এসেছে উপমহাদেশের মাঠে, তবুও ২০২১-২২ সালের অস্ট্রেলিয়া সফরে গিলের সাহসী পারফরম্যান্স তাকে নতুন আলোচনার কেন্দ্রে এনেছিল।
বিসিসিআই সূত্রে খবর, আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শুভমন গিলকেই অধিনায়ক হিসেবে ভাবছে বোর্ড। জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হবে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) যাত্রা। এই সিরিজে দলের নেতৃত্বে পরিবর্তন আনা হবে এবং নির্বাচন কমিটির সাথেই আলোচনার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “আমরা এমন কাউকে খুঁজছি যে দীর্ঘ সময় টেস্ট দলকে নেতৃত্ব দিতে পারবে। শুভমন এখন তরুণ, ফিট এবং নেতৃত্বে ইতিমধ্যেই দক্ষতা দেখিয়েছে। ইংল্যান্ডের মতো কঠিন সিরিজে আমরা চাই এমন একজনকে অধিনায়ক হিসেবে পেতে, যিনি সামনের দিনগুলিতেও দলে ধারাবাহিক ভূমিকা রাখতে পারবেন।”
বিশেষজ্ঞদের মতে, নেতৃত্ব পেলে শুভমন গিল আরও দায়িত্ববান হবেন এবং নিজের পারফরম্যান্সে আরও ধার আনবেন। তার ব্যাটিং টেম্পারামেন্ট, আত্মবিশ্বাস এবং আধুনিক নেতৃত্বগুণ তাকে ভবিষ্যতের টেস্ট অধিনায়ক হিসেবে যোগ্য করে তুলেছে।
তবে সমালোচকরা বলছেন, বিদেশের মাটিতে গিল এখনও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি। ইংল্যান্ডের পেস-সহায়ক উইকেটে তার সাফল্যই প্রমাণ করবে, তিনি শুধু ট্যালেন্টেড ব্যাটসম্যান নন, একজন পরিণত নেতা হিসেবেও যোগ্য।
সবমিলিয়ে, রোহিত শর্মার অবসরের পর এক নতুন দায়িত্বের সামনে দাঁড়িয়ে শুভমান গিল। তার কাঁধে ভারতীয় টেস্ট দলের নেতৃত্বের ভার তুলে দিতে চাইছে বিসিসিআই। জুনের সেই গুরুত্বপূর্ণ সিরিজেই দেখা যাবে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।