বিষয়টা মরশুম শেষেই নিশ্চিত হয়েছিল,২০২১-২২ মরশুম শেষে এটিকে মোহনবাগান (ATK Mohan Bagan) ছাড়তে চলেছেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা।(Roy Krishna) তিন মরশুম সুনামের সাথে এটিকে মোহনবাগানে খেলার পর অবশেষে ক্লাব ছাড়লেন তিনি।বলা চলে তাকে ছেড়েই দিলো সবুজ মেরুন শিবির। সদ্য Football Monk – কে একটি সাক্ষাৎকার দিয়েছেন কৃষ্ণ এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন ক্লাব ছাড়েননি তিনি,বরং তাকে দলে ধরে রাখার উৎসাহ দেখায়নি সবুজ মেরুন শিবির।
এটিকে মোহনবাগান ছাড়ার প্রসঙ্গে রয় কৃষ্ণ জানিয়েছেন, “এই সিদ্ধান্ত আমার ছিলো না।আমার মতে কোচ এই সিদ্ধান্ত নিয়েছেন।উনি ভিন্ন স্টাইলে খেলাতে চেয়েছেন দলকে এবং আমাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সেই স্টাইলে ফিট নই আমি।”
তাহলে কি ক্লাবের হয়ে শেষটা অপ্রত্যাশিত ভাবেই হলো কৃষ্ণ’র ? প্রশ্ন কিন্তু উঠছেই,যদিও এখন এই সবকিছু ভুলে যেতে চান ফিজিয়ান তারকা।তার বিশ্বাস এই সব ফুটবলের’ই অংশ।এখন সামনে এগিয়ে যাওয়া ছাড়া বিশেষ কিছু ভাবতে চাইছেন না তিনি।তবে সাক্ষাৎকারে ক্লাব’কে ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকার জন্য।কৃষ্ণ’র বক্তব্য অনুযায়ী প্রথম সিজনে ম্যানেজমেন্ট দারুণ ভাবে তার পাশে ছিলো।
সাক্ষাৎকারে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর প্রসঙ্গ উঠলে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন কৃষ্ণ।স্পষ্ট জানান ক্লাব ছাড়ার সময় তার সাথে কোনও কথা হয়নি সদ্য প্রাক্তন ক্লাবের কোচের সাথে।তবে প্রশংসা করেছেন দলের আরেক প্রাক্তন কোচ আন্তোনিও হাবাসের।তার বক্তব্য, “দুজনের কাছ থেকে অনেক কিছু শিখেছি।তবে হাবাসের প্রতি আমার একটা দুর্বলতা আছে।তার কারণ দীর্ঘ আড়াই মরশুম তার সাথে কাজ করেছি,তার সাফল্য প্রচুর।জুয়ানের সাথে আমার পরিচয় গত কয়েক মাসের।কিন্তু হাবাস আমার কাছে পিতৃসম।সাফল্যের পথে এগিয়ে যেতে দারুণ সাহায্য করেছে আমাকে।এখানে প্রথম সিজনেই চ্যাম্পিয়ান হয়েছি।দ্বিতীয় সিজেনে ফাইনালে গেছি।”
এদিন কৃষ্ণ ধন্যবাদ জানিয়েছেন আপামর মোহনবাগান সমর্থক’দের।সমর্থক’দের এই ভিড় তার কাছে আলাদাই এক গুরুত্ব রাখে।শেষ ম্যাচে মাঠে উপস্থিত সকল সমর্থক’দের ধন্যবাদ জানাতে স্টেডিয়ামের কোনায় কোনায় পৌঁছে গেছিলেন তিনি।
২০১৯-২০ মরশুমে সবুজ মেরুন জার্সি গায়ে জার্নি শুরু কৃষ্ণ’র।নিজের প্রথম মরশুমে আইএসএল জয়ের স্বাদ পান তিনি,১৫ টি গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের দখলে রাখেন।দ্বিতীয় মরশুমে ১৪ গোল করে লিগের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হন,পৌঁছে’ও যান আইএসএলের ফাইনালে,কিন্তু এবার আর খেতাব জিততে পারেননি।তবে চোটের জেরে শেষ মরশুমে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি তিনি।করেন ৭ টি গোল, করিয়েছিলেন ৪ টি গোল।মোট মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ টি গোল করেছেন তিনি, করিয়েছিলেন ১৩ টি গোল।এর আগে ক্লাব ছেড়েছিলেন ক্লাব ছেড়েছিলেন ডেভিড উইলিয়ামস,এবার কৃষ্ণ বিদায়ে এটিকে মোহনবাগানের মরশুম শুরু’র আগে বড়ো টার্গেট নতুন ফরোয়ার্ডের খোঁজ।