নির্বাসন কাটিয়ে ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন আন্তোনিও পেরোসেভিচ

পাঁচ ম্যাচে নির্বাসন কাটিয়ে ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন এসসি ইস্টবেঙ্গলের একমাত্র স্কোরার আন্তোনিও পেরোসেভিচ (Antonio Perosevic)। শনিবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে শুক্রবার টিমের টুইটার হ্যাণ্ডেলে…

Antonio Perosevic

পাঁচ ম্যাচে নির্বাসন কাটিয়ে ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন এসসি ইস্টবেঙ্গলের একমাত্র স্কোরার আন্তোনিও পেরোসেভিচ (Antonio Perosevic)। শনিবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে শুক্রবার টিমের টুইটার হ্যাণ্ডেলে করা সংক্ষিপ্ত সময়ের ভিডিও পোস্টে আন্তোনিও পেরোসেভিচ নির্বাসন কাটিয়ে ফিরে আসা প্রসঙ্গে বলেন,”হ্যাঁ,ফিরে এসে আমার ভীষণ ভাল লাগছে।আমি খুব খুশি ফিরে আসতে পেরে। লম্বা সময়ের জন্য আমি মাঠের বাইরে ছিলাম,এটা খুবই কষ্টদায়ক ছিল আমার কাছে। এখন আমি ব্যাক করেছি, আশা করছি আগামীকাল দলকে আমি সাহায্য করতে পারবো।”

Advertisements

সঙ্গে ক্রোয়েসিয়ান ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ বলেন,”আমি আগামীকাল নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই, দলের হয়ে স্কোর (গোল) করতে চাই, যাতে কলকাতার সমর্থকরা খুশি হয়।”

   

প্রসঙ্গত, গোলের উদ্দেশ্যে ক্রস বাড়ানোর সংখ্যা ও গড় হিসেবে ATK মোহনবাগান অনেকটাই এগিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গল থেকে। ১০ ম্যাচে সবুজ মেরুন ফুটবলাররা যেখানে ৯৫ টি ক্রস বাড়িয়েছে (গড় হিসেবের নিরিখে ৯.৫), সেখানে এসসি ইস্টবেঙ্গলের ক্রসের সংখ্যা ১৩ ম্যাচে ১০১ (গড়ে ৭.৭)। সবুজ-মেরুন ব্রিগেডে হুগো বুমৌস (৫ গোল), লিস্টন কোলাসো (৫), রয় কৃষ্ণ (৪), ডেভিড উইলিয়ামসের (২) মতো স্কোরার রয়েছে, সেখানে এসসি ইস্টবেঙ্গলে আন্তোনিও পেরোসেভিচ ছাড়া তেমন কেউই নেই। তাও ৫ ম্যাচের নির্বাসনের ফাড়া কাটিয়ে দলের শেষ ম্যাচ হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচে নেমেছিলেন। এই নির্বাসন সময়কালে লাল হলুদ দলের গোলের সংখ্যা তেমন বাড়েনি। মাঝের এই সময়ে হাওকিপ (২), আমির দার্ভিসেভিচ (২) ও নাওরেম মহেশ সিং (২) জ্বলে উঠেছে ঠিকই কিন্তু এসসি ইস্টবেঙ্গলের গোলের লকগেট খোলার চাবি আন্তোনিও পেরোসেভিচ।

Advertisements

আক্রমণে ধারাবাহিকতার অভাব রয়েছে এসসি ইস্টবেঙ্গলের,চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে। যদিও খুব একটা স্বস্তিতে নেই মেরিনার্স ক্যাম্প। টানা তিন ম্যাচ স্থগিত হয়েছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের জেরে। ফুটবলারের শারিরীক এবং মানসিক দিক দিয়ে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। কোনও রাগঢাক না রেখেই ATK মোহনবাগানের হেডকোচ হুয়ান ফেরান্দো আগেই বলে দিয়েছেন,”অবশ্যই। ম্যাচের প্রস্তুতি হয়ে যাওয়ার পরে যদি ম্যাচের দিন সকালে জানা যায় ম্যাচটা হচ্ছে না, তা হলে খুবই হতাশ লাগে। আমাদের ক্ষেত্রে এইরকম তিন-তিনবার হয়েছে। তবে এটা একটা কঠিন সময়। এই সময়ে ঝুঁকি নেওয়াটা ঠিক নয়। প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।”

২০২১-২২ ISL সেশনে ২৯ বছরের আন্তোনিও পেরোসেভিচ ৭ ম্যাচে ৫৫৫ মিনিট খেলে ২ গোল এবং একটি গোলের পিছনে নিজের অবদান (অ্যাসিস্ট) রেখেছে।প্রতি গেমে গোল করার এবং করানোর শতাংশের বিচারে ০.২৯।প্রতি গেমে পাসিং ফুটবলে শতাংশের হারে ১৬.১৪। সব মিলিয়ে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের আগে আন্তোনিও পেরোসেভিচের বিতর্কিত মন্তব্যে তেতে উঠেছে দেশের ফুটবল মহল।