বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) যেন লেখা হচ্ছে কোনো রূপকথা। তালিবান শাসিত আফগানিস্তানের (Afghanistan) ক্রিকেটাররা কড়া নাড়ছেন সেমিফাইনালে যাওয়ার দরজায়। পরপর তিন ম্যাচ জিতে ক্রম তালিকার পঞ্চম স্থানে রশিদ খানরা। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আফগানিস্তান।
শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নেমেছিল আফগানিস্তান। লখনউ এর ইকানা স্টেডিয়ামে ডাচদের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করতে শুরু করেছিল আফগানরা। প্রথমে ব্যাট করে ১৭৯ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। তখনই জয়ের গন্ধ পেতে শুরু করেছিল আফগানিস্তান। প্রথম ইনিংসে বল হাতে সবথেকে সফল বোলার মহম্মদ নবি, নিয়েছেন তিন উইকেট। জোড়া উইকেট তরুণ ক্রিকেটার নুর আহমেদের নামে। নেদারল্যান্ডসের দুই ব্যাটসম্যান যথেষ্ট চেষ্টা করেছিলেন। Max O’Dowd ও Sybrand Engelbrecht করেছেন যথাক্রমে ৪২ ও ৫৮ রান।
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আফগানিস্তানের খুব একটা অসুবিধা হয়নি। ৩১.৩ ওভারে সাত উইকেট বাকি থাকতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে আফগানিস্তান। শাহিদি করেন অপরাজিত ৫৬ রান, ৫২ রানের ইনিংস ইনিংস রহমত শাহের নামে।
এদিনের ম্যাচের পর পাঁচ নম্বর পজিশনে উঠে এসেছে আফগানিস্তান। পাকিস্তানকে সরিয়ে পাঁচ নম্বরে শাহরা। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে আফগানিস্তান এখন সমান পয়েন্টে (৮)।
Solid Afghanistan win third game in a row to boost their #CWC23 semi-final chances 👊#NEDvAFG 📝: https://t.co/iSJKwpHOJK pic.twitter.com/Nqqx5r81z3
— ICC (@ICC) November 3, 2023