Asia Cup 2025 : টক্কর দিতে পারত ভারতকে! এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বিধ্বংসী বোলার

এশিয়া কাপের (Asia Cup 2025) মাঝপথেই বড় ধাক্কা খেল আফগানিস্তান (Afghanistan) শিবির। দলের গুরুত্বপূর্ণ পেসার নবীন উল হক (Naveen Ul Haq) ছিটকে গেলেন চোটের কারণে।…

Afghanistan Bowler Naveen Ul Haq ruled out of Asia Cup 2025 due to shoulder injury

এশিয়া কাপের (Asia Cup 2025) মাঝপথেই বড় ধাক্কা খেল আফগানিস্তান (Afghanistan) শিবির। দলের গুরুত্বপূর্ণ পেসার নবীন উল হক (Naveen Ul Haq) ছিটকে গেলেন চোটের কারণে। কাঁধের চোট এখনও পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে আর টুর্নামেন্টে দেখা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম। নবীনের পরিবর্ত হিসেবে দলে ঢুকেছেন তরুণ পেসার আবদুল্লা আহমাদজাই।

Sourav Ganguly : পুজোর আগে চমকে দিলেন CAB হবু সভাপতি! ‘সৌরাগ্য’ নিয়ে হাজির সৌরভ

   

৪৮টি টি-টোয়েন্টি খেলে নবীন নিয়েছেন ৬৭ উইকেট। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স, ৪ উইকেট ২০ রানে। এই পরিসংখ্যানই বলে দেয়, নবীন দলের কতটা নির্ভরযোগ্য এক অস্ত্র। তাঁর অনুপস্থিতি আফগান বোলিং আক্রমণে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

তবে শুধু একজন খেলোয়াড়ের চোটে ভেঙে পড়ার দল নয় আফগানিস্তান। শুরুটা তারা করেছে দারুণ। হংকংকে ৯৪ রানে হারিয়ে দিয়েছে রশিদ খানের দল। ব্যাট হাতে ঝড় তুলেছেন সেদিকুল্লাহ অটল ও আজমাতুল্লাহ ওমরজাই। পরের ম্যাচ ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে। তারপর ১৮ তারিখ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গ্রুপ বি’তে এখন ২ পয়েন্ট নিয়ে ভালো জায়গায় রয়েছে আফগানিস্তান। সুপার ফোরে ওঠার দৌড়ে বেশ শক্ত অবস্থানেই আছে তারা।

যদিও এবারের এশিয়া কাপের আগেই আলোচনার কেন্দ্রে ছিল ভারত। সবাই ধরেই নিচ্ছেন, এশিয়া কাপের ট্রফি আবার ভারতের (India) ঘরে যাবে। তবে ক্রিকেট মাঠে ভবিষ্যৎ আগে থেকেই বলা যায় না। আফগানিস্তান ঠিক সেই দল যারা যেকোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে।

Mohun Bagan SG : যুবভারতীতে ACL টুতে মিশন শুরু বাগানের, অনিশ্চিত এই ফুটবলার! জানালেন মোলিনা

এই দলটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ আফগান ক্রিকেটারদের বড় অংশই নিয়মিত খেলে থাকেন আইপিএল, বিগ ব্যাশ, পিএসএলের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে। তাঁদের কাছে এই ফরম্যাটের চাপ নতুন কিছু নয়।

রশিদ খান শুধু একজন লেগ স্পিনার নন, তিনি মাঠে নামলে আগ্রাসী ফাস্ট বোলারের মতো মেন্টালিটি নিয়ে খেলেন। বল হাতে যেমন ভয়ংকর, ব্যাট হাতেও ঝড় তুলতে পারেন। তাঁর নেতৃত্বে মাঠে নামা আফগান দল যেকোনো প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে সক্ষম।

Advertisements

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে আফগানিস্তান পরবর্তী রাউন্ডে উঠেছিল। একদিনের বিশ্বকাপেও ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা। অস্ট্রেলিয়াকেও প্রায় হারিয়ে দিয়েছিল, যদি না গ্লেন ম্যাক্সওয়েল বিধ্বংসী ইনিংস খেলতেন।

Sandesh Jhingan Returns: গোয়ার জার্সিতে চনমনে মেজাজে সন্দেশ, নেটমাধ্যমে বিশেষ পোস্ট

রশিদ খানের নেতৃত্বে এবারের এশিয়া কাপ দলে রয়েছেন ইব্রাহিম, গুরবাজ, মহম্মদ নবী, গুলবদিন নায়েবের মতো অভিজ্ঞ তারকা। তাঁরা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারেন একাই। চোটে নবীন ছিটকে গেলেও আফগানিস্তান দলে বারুদ রয়ে গিয়েছে যথেষ্ট। আগামী ম্যাচগুলোতে তাদের কাছ থেকে ঝড়ো পারফরম্যান্স দেখার আশা করতেই পারেন ক্রিকেটভক্তরা।

সুপার ফোরে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এখনো পুরোদমে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। তাদের ছন্দ যদি থাকে ঠিক, তাহলে এবারের এশিয়া কাপে বড় চমক হতে পারে রশিদদের দলই।

Afghanistan Bowler Naveen Ul Haq ruled out of Asia Cup 2025 due to shoulder injury