হতাশ ট্রট! ‘স্টেডিয়াম’ ইস্যুতে ভারতকে ফের তোপ আফগানিস্তানের

ফের স্টেডিয়াম ইস্যুতে বিদ্ধ ভারত। গতবছর আইপিএলে বিশ্বের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থাকে ঘিরে চরম বিতর্কের সম্মুখীন হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার টানা পাঁচদিন অপেক্ষার…

AFG vs NZ Test Match Cancelled Without a Ball Being Bowled

ফের স্টেডিয়াম ইস্যুতে বিদ্ধ ভারত। গতবছর আইপিএলে বিশ্বের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থাকে ঘিরে চরম বিতর্কের সম্মুখীন হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার টানা পাঁচদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল ভারতের মাটিতে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের (AFG vs NZ) টেস্ট ম্যাচ। কিছুদিন আগেও উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা স্টেডিয়ামকে ঘিরে ‘পিচের ঘাস’ তুলে নেওয়ার অভিযোগ ঘটেছিল। এবার বৃষ্টি হলেও মাঠ শুকানোর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকার অভিযোগে ভারতীয় বোর্ডকে বিঁধলেন আফগান কোচ জোনাথন ট্রট। ট্রট ছাড়াও ভারতীয় বোর্ডকে বিঁধলেন আফগান কর্তারা।

এই প্রথমবার ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। তবে শাহিদির টিম এই টেস্ট উত্তরপ্রদেশের একানা স্টেডিয়ামে খেলতে চেয়েছিলো বলেই জানা গিয়েছে আফগান বোর্ডের তরফ থেকে। দিল্লি প্রিমিয়ার লীগ চলার জন্য উত্তরপ্রদেশের স্টেডিয়ামে খেলার অনুমতি দিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটি দলই নিজেদের পারফরম্যান্স উন্নত করছে ,পয়েন্টের তালিকায় নিজেদেরকে একধাপ ওপরে তোলার জন্য কোনো টেস্টই বাদ দিতে চাইছেন না অংশগ্রহণকারী প্রতিটি দলই।এর আগে ১৯৯৮ সালে ফয়সলাবাদে পাকিস্তান ও জিম্বাবোয়ের টেস্টও একটি বল খেলা না হয়ে বাতিল করা হয়। ফয়সলাবাদের পর ভারতের মাটিতে এই প্রথমবার কোন টেস্ট বাতিল করা হল।

   

টেস্ট খেলতে না পেরে স্বাভাবিকভাবেই হতাশ আফগানিস্তান কোচ জোনাথন ট্রট। তিনি বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা নিয়ে আমরা তৈরি ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আবহাওয়া সেরকম ছিল না। আমরা খুবই হতাশ।” তবে শুধু মাঠ নয়, অন্যান্য অনেক অভিযোগও ছিল এখানে ম্যাচ আয়োজন নিয়ে। তবে এই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ভারতীয় বোর্ডের কোন ভূমিকা থাকে না বলেই দাবি করেছে বিসিসিআই।
নিরাপত্তার কারণে দেশের মাটিতে খেলতে পারছে না আফগানিস্তান। তাই বেশ কিছু বছর ধরে ভারতকেই নিজের হোম ভেন্যু হিসাবে বেছে নিয়েছে হাসমাতুল্লাহ শাহীদির দল। চুক্তি অনুযায়ী ভারতের মাটিতে কোন ম্যাচ আয়োজন করলে তাঁর সমস্ত দায়িত্ব থাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের। তাই আফগানিস্তানের এই ম্যাচকে (AFG vs NZ) ঘিরে সমস্ত অভিযোগ এদিন হেলায় উড়িয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।