বর্তমানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। এবার তাঁর হাতেই উঠল বিশেষ সম্মান। গ্ৰাসরুট ফুটবলের জন্য এএফসির প্রেসিডেন্ট সিলভার পুরস্কার পেলেন তিনি। উল্লেখ্য, গত কয়েক বছরে বেশ কিছু পরিবর্তন এসেছে দেশীয় ফুটবলে। এমনকি সাম্প্রতিক কালে তিলোত্তমা ইস্যুকে কেন্দ্র করে কলকাতা ময়দানের তিন প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের যে যৌথ প্রতিবাদ দেখা গিয়েছিল স্টেডিয়াম চত্বরে সেখানে ও সক্রিয়তা দেখিয়েছিলেন কল্যাণ চৌবে।
সেই সময় পুলিশের হাতে আটক হতে হয়েছিল মোহন-ইস্টের সমর্থকদের। তখন সকল ফুটবলপ্রেমীদের পুলিশি হেফাজত থেকে মুক্ত করেছিলেন এআইএফএফ প্রেসিডেন্ট। যা সহজেই মন জয় করেছিল বাংলার সকল ফুটবলপ্রেমীদের। এমনকি পরবর্তীতে ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ প্রত্যেক ক্ষেত্রেই নিজের দায়িত্ব পালন করে আসছেন কল্যান চৌবে। এমনকি ময়দানের তিন প্রধানের যেকোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে কল্যান চৌবের গুরুত্ব অপরিসীম।
পাশাপাশি দেশজুড়ে নতুন প্রতিভা তুলে ধরার ক্ষেত্রেও প্রত্যেকটি ফুটবল ক্লাব এবং একাডেমি গুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। এবার হয়তো তাঁরই পুরস্কার পেলেন ফুটবল ফেডারেশনের সভাপতি। ঘন্টা কয়েক আগেই সেই নিয়ে উঠে আসে বিশেষ তথ্য। জানা গিয়েছে, এএফসির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্ৰাসরুট ফুটবলের উন্নয়নের স্বার্থে এবার এএফসির প্রেসিডেন্ট রিকগনিশন সিলভার অ্যাওয়ার্ড পেলেন কল্যাণ চৌবে। যা নিঃসন্দেহে বিরাট বড় সাফল্য ভারতীয় ফুটবলের ক্ষেত্রে।
হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই নভেম্বরের মাঝামাঝি সময়ে নিজেদের দেশের মাটিতেই মালয়েশিয়ার সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলবে ব্লু-টাইগার্স। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ফেডারেশন। এক্ষেত্রেও কল্যাণ চৌবের পরিকল্পনার দিকে নজর থাকবে সকলের।