AFC: আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় শেষ ভারতের আশা

ক্ষীণ হলেও আশা ছিল। কামব্যাক করতে পারলে ইতিহাসের পাতায় লেখা থাকতো বৃহস্পতিবারের সেন্ট্রাল কোস্ট মারিনার্স বনাম ওড়িশা এফসি (Odisha FC) ম্যাচ। পরাজয় ঠেকাতে পারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হল ওড়িশা এফসিকে। রয় কৃষ্ণারা বিদায় নিতেই এবারের মতো শেষ হল ভারতের AFC কাপ অভিযান।

Advertisements

আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের ভরাডুবি অব্যাহত। মুম্বাই সিটি এফসি , মোহনবাগান সুপার জায়ান্ট, ওড়িশা এফসি – কোনো দলই পারল না দেশের মুখ রক্ষা করতে। ওড়িশা এফসি প্রাথমিক পর্বের গণ্ডি অতিক্রম করলেও আসল পরীক্ষায় দহ ফেলে সেরজিও লোবেরার দল।

প্রথম লেগের ম্যাচে সেন্ট্রাল কোস্ট মারিনার্সের বিরুদ্ধে ০-৪ গোলে হেরেছিল ওড়িশা এফসি। সেটা ছিল অ্যাওয়ে ম্যাচ। আজ ওড়িশা এফসির ঘরের মাঠে ছিল দ্বিতীয় লেগের ম্যাচ। ঘরের মাঠে হারেনি ওড়িশা। খেলা শেষ হয়েছে ০-০ স্কোরলাইনে। কিন্তু দুই লেগ মিলিয়ে ওড়িশা এফসি হেরেছে সেই চার গোলের ব্যবধানে। আজকের ম্যাচে লড়াই দিতে পারলে আশার আলো কিছুটা উজ্জ্বল হতে পারতো। কিন্তু মারিনার্সের গোল মুখ খুলতে পারেনি ইন্ডিয়ান সুপার লীগের দল।

Advertisements

ওড়িশা এফসির হয়ে আজকের ম্যাচে রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিওরা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। এগারো বনাম এগারো জনের খেলায় টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ফুটবল দল। পরিকল্পনা অনুযায়ী খেলে ওড়িশা এফসিকে প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছে তারা।