এশিয়ান প্রতিযোগিতার শুরুটা ভালোই করেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নেপালের সেরা দলের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতেছে বাগান। দ্বিতীয় ম্যাচ ঢাকা আবাহনী লিমিটেডের বিরুদ্ধে। শুক্রবার ম্যাচের টিকিট নিয়ে আপডেট দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট।
আগামী ২২ আগস্ট বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে মাঠে নামবে মোহন বাগান সুপার জায়ান্ট। ম্যাচে জয় ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই দুই দলের সামনে। প্রথম ম্যাচে দুই বাংলার দুই দলই জয় পেয়েছিল বড় ব্যবধানে। গোলের ঠিকানা খুঁজে পেয়েছিলেন উভয় ক্লাবের স্টার স্ট্রাইকার। উক্ত দিন সন্ধ্যায় সাতটায় বল গড়াবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার ব্যাপারে আশা করতেই পারেন ফুটবল প্রেমীরা।
ঢাকা আবাহনীর বিরুদ্ধে ম্যাচের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া। টিকিট ক্রয় করার ব্যাপারে আপডেট দিয়েছে সবুজ মেরুন শিবির। অনলাইনে পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। ইচ্ছুক ব্যক্তিরা বুক মাই শো থেকে টিকিট কেটে নিতে পারেন।
Tickets for our AFC Cup South Zone Playoff vs Abahani Dhaka are now LIVE on BookMyShow!
Visit https://t.co/gL0YsU3jnu to book your tickets now!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/v96T0sXndW
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 18, 2023
নেপালের মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্ট জিতলেও ক্লাব ভক্তদের মন ভারতে পারেননি খেলোয়াড়রা। প্রশ্নের মুখে পড়েছে কোচ হুয়ান ফেরান্দর ট্যাকটিস। তবে ভালো বিষয় হয় দলের দুই নতুন তারকা গোল পেয়েছেন। আনোয়ার আলি নেপালের ক্লাবের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। জেসন কামিন্সও বল জড়িয়েছিলেন প্রতিপক্ষের জালে।