Sunday, December 7, 2025
HomeSports NewsAFC CUP: ম্যাচ শেষে বাগান সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা

AFC CUP: ম্যাচ শেষে বাগান সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা

- Advertisement -

গত কয়েকদিন আগেই সবুজ-মেরুন সমর্থকদের কথা মাথায় রেখে আইএসএলের ম্যাচের শেষে সমর্থকদের ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল বাগান ম্যানেজমেন্ট। এক্ষেত্রে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে বিশেষ আবেদন করা হয় মোহনবাগান ক্লাবের তরফ থেকে সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাচের দিন গুলিতে অতিরিক্ত মেট্রো চালানোর কথাও জানানো হয়।

এক্ষেত্রে একটি সাংবাদিক বৈঠক করে ঠিক জানানো হয় সমস্ত কিছু।সেই অনুযায়ী মোহনবাগানের ম্যাচের পর সল্টলেক থেকে দুটি মেট্রো চালানো হতে থাকে শিয়ালদহের দিকে। একটি আসে রাত দশটায়। অন্যটি আসে তার ঠিক কিছুক্ষন পড়ে। যারফলে, খেলা দেখে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বাগান সমর্থকদের। এবার সেই একই ব্যবস্থা থাকছে এএফসি কাপের ক্ষেত্রে।

   

আগামীকাল নিজেদের ঘরের মাঠে মালদ্বীপের মাজিয়া দলের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। একদিকে যেমন আইএসএলে টানা দুইটি ম্যাচে জয় পেয়ে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান ঠিক তেমনভাবে নতুন কোচ আসার পর থেকে ব্যাপক ছন্দে রয়েছে মাজিয়া। তাই আগামীকাল যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে দলের সমর্থকরা, তা কিন্তু বলাই চলে। তবে দলের সমর্থকদের যাতে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা না দেখা দেয় তার জন্য থাকছে অতিরিক্ত বাস ও মেট্রোর বিশেষ ব্যবস্থা।

জানা গিয়েছে, ম্যাচের শেষে স্টেডিয়ামের তিন গেট থেকে ছাড়তে চলেছে জোকা, গড়িয়া ও হাওড়া সহ অন্যান্য রুটের সমস্ত বাস। এছাড়াও থাকছে মেট্রো রেল। ম্যাচের পর রাত ১০টা বেজে ১৫ মিনিট নাগাদ বিশেষ মেট্রো ছাড়বে স্টেডিয়াম থেকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular