AFC Cup Shock: ঘরের মাঠে বিপর্যয়, এএফসি কাপের স্বপ্ন শেষ সবুজ-মেরুনের

এএফসি কাপের (AFC Cup ) স্বপ্ন কার্যত শেষ সবুজ-মেরুনের (Mohun Bagan)। আজ সন্ধ্যায় টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ডু অর ডাই ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির (Odisha…

Mohun Bagan's 5-2 Loss to Odisha FC

এএফসি কাপের (AFC Cup ) স্বপ্ন কার্যত শেষ সবুজ-মেরুনের (Mohun Bagan)। আজ সন্ধ্যায় টুর্নামেন্টের দ্বিতীয় লেগের ডু অর ডাই ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষে ৫-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল ওডিশা এফসি। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে ৪ গোলে জয় পেয়েছিল বাগান ব্রিগেড।

একদিকে এই ম্যাচ যেমন বদলার ম্যাচ ছিল ওডিশার কাছে অন্যদিকে, ঠিক তেমনভাবেই জয় ফেরার ম্যাচ ছিল ফেরেন্দোর কাছে। নির্ধারিত সময়ের শেষে সেই ম্যাচের শেষ হাসি হাসলেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। ওডিশার জার্সিতে এদিন গোল পেলেন যথাক্রমে রয় কৃষ্ণা, দিয়াগো মরিসিও,গদারথ, অনিকেত যাদব, ভ্যানলালরুয়াথেলা। অন্যদিকে সবুজ-মেরুনের জার্সিতে গোল পান মরোক্কান তারকা হুগো বুমোস ও তরুণ তারকা কিয়ান নাসিরি।

উল্লেখ্য, চোটের দরুণ আজ দিমিত্রি পেট্রাতোসকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজিয়ে ছিলেন বাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। যারফলে, শুরু থেকেই চাপ ছিল সকলের মধ্যে। তবে হুগো বুমোসের গোলে ম্যাচের শুরুটা ভালো হলেও সময় এগোনোর সাথে সাথে টুর্নামেন্টের লড়াইয়ে ফিরে আসে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। ম্যাচের ঠিক সতেরো মিনিটের মাথায় মরোক্কান তারকা হুগো বুমোসের গোল বাগান ব্রিগেড এগিয়ে গেলেও পরবর্তীতে বাগানের প্রাক্তন তারকা তথা রয়া কৃষ্ণা সমতা ফিরিয়ে দেন তিরিশ মিনিটের মাথায়।

বলতে গেলে বাগান ডিফেন্ডারদের এক মিনিটের অসাবধানতার সুযোগ নিয়ে দলকে সমতায় ফেরান এই ফিজি তারকা। যারফলে, নড়চড়ে বসে ময়দানের এই প্রধান। তবে রয় কৃষ্ণার গোলের দুই মিনিট পরেই দলকে গোল করে এগিয়ে দেন গতবারের গোল্ডেন বুট জয়ী তারকা দিয়াগো মরিসিও।

তারপর ঠিক চল্লিশ মিনিটের মাথায় আসে ওডিশার তৃতীয় গোল। যারফলে, ঘরের মাঠে কার্যত কোনঠাসা হয়ে পড়ে বাগান ব্রিগেড। প্রথমার্ধের শেষে ৩-১ গোলের ব্যবধানে পিছিয়ে থাকে মোহনবাগান। তবে দ্বিতীয়ার্ধের কিছু সময় পরেই গোল করে ব্যবধান কমান সবুজ-মেরুন তারকা কিয়ান নাসিরি। ফলাফল ৩-২ হয়ে গেলেও ম্যাচের শেষের দিকে আরো শক্তিশালী হয়ে ওঠে ওডিশা। শেষের দিকে আরও দুইটি গোল হজম করার দরুণ আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি বাগানের। এই পরাজয়ের ফলে এবারের এএফসি কাপের স্বপ্ন কার্যত শেষ মোহনবাগানের।