AFC CUP: মোজিয়ার বিরুদ্ধে কেমন একাদশ সাজাতে পারে সবুজ-মেরুন? জানুন

এএফসি কাপের (AFC CUP) প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে জয় পাওয়ার পর আজ মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়ার মুখোমুখি হবে মোহনবাগান। বলাবাহুল্য, আজকের এই…

Mohun Bagan

এএফসি কাপের (AFC CUP) প্রথম ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির বিপক্ষে জয় পাওয়ার পর আজ মালদ্বীপের শক্তিশালী দল মাজিয়ার মুখোমুখি হবে মোহনবাগান। বলাবাহুল্য, আজকের এই ম্যাচের মাধ্যমেই নির্নয় হয়ে যাবে আগামীর রাস্তা।

অর্থাৎ আজকের ম্যাচে যেই দলই জিতবে, টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের জন্য নিশ্চিত হয়ে যাবে সেই দল। তবে খাতায় কলমে মোহনবাগান সুপারজায়ান্টস এগিয়ে থাকলেও যেকোনো সময় অঘটন ঘটিয়ে দিতে পারে এই ফুটবল দল। তাই আজকের ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা কিন্তু বলাই চলে।

পূর্বে এই মোহনবাগান দলের কাছে মাজিয়া দল পরাজিত হলেও বর্তমানে ভোল পাল্টেছে গোটা দলের। জাপানি তারকা তোমোকি ওয়াদা মাঝমাঠের দায়িত্ব গ্রহণ করার পর থেকে যথেষ্ট শক্তিশালী হয়েছে মাজিয়া। পাশাপাশি এই দলে রয়েছে মালদ্বীপ কাপানো ফরোয়ার্ড ইব্রাহিম মাসুদি। যে কেনো সময় অঘটন ঘটিয়ে দিতে সক্ষম এই তারকা।

এছাড়াও দলে আছেন সার্বিয়ান ফরোয়ার্ড ভাজিসলা ভালানোভোভিচ। যারা সহজেই চাপে রাখতে পারে সবুজ-মেরুন দলকে। তবে এই পরিস্থিতিতে ও নিজেদের হট ফেভারিট মানছেন ফেরেন্দো। তাই অন্যান্য ম্যাচের মতো আজও আক্রমণাত্মক খেলার পরিকল্পনা থাকবে তার দলের।

এক্ষেত্রে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলের তিন কাঠি সামাল দিতে পারেন বিশাল কাইথ। পাশাপাশি দলের রক্ষনভাগে লেফট ব্যাকে দেখা যেতে পারে অধিনায়ক শুভাশিস বোস ও রাইট ব্যাকে থাকতে পারেন আনোয়ার আলি। সেন্ট্রাল ব্যাকে থাকতে পারেন দুই বিদেশি তথা ব্রেন্ডন হ্যামিল ও হেক্টর ইউৎসেকে। এছাড়াও আজকের ম্যাচে দলের ডিফেন্সিভ মিডফিল্ডে দেখা যেতে পারে সাহাল আবদুল সামাদ ও অনিরুদ্ধ থাপাকে। আপফ্রন্টে অ্যাটাকিং মিডফিল্ডে থাকতে পারেন হুগো বুমোস। এছাড়াও দুই উইংয়ে থাকতে দিমিত্রি পেট্রতোস ও আর্মান্দো সাদিকু। এবং সেন্টার ফরোয়ার্ড হিসেবে থাকতে পারেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স।