AFC Cup: কবে ও কাদের বিপক্ষে অভিযান শুরু করছে মোহনবাগান

তবে সেই জয়ের দরুন অনায়াসেই এএফসি কাপ (AFC Cup) খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছিল কলকাতার এই প্রধান।

Mohun Bagan Super Giant

শেষ ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা দেখে চমকে গিয়েছিল সকলেই। তবে সেই জয়ের দরুন অনায়াসেই এএফসি কাপ (AFC Cup) খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছিল কলকাতার এই প্রধান।

তবে সেক্ষেত্রে যোগ্যতা অর্জন পর্ব অতিক্রম করে মূল পর্বে স্থান করে নিতে হত সবুজ-মেরুন ফুটবলারদের। সেইমতো প্রথমে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে নেপালের শক্তিশালী দল মাচিন্দ্রা এফসিকে পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্টস। তারপর গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্যতম শক্তিশালী দল তথা ঢাকা আবাহনী ক্লাবকে ও বড় ব্যবধানে পরাজিত করে ময়দানের এই প্রধান। পাশাপাশি এএফসি কাপের মূল পর্বে ও স্থান করে নেয় এই দল।

তার মধ্যে আজ সকালের দিকেই কুয়ালালামপুরে আয়োজিত হয় এবারের এই ১৯তম এএফসি কাপের ড্র। যেখান থেকে ঠিক হয়ে যায় এবার কোন বিভাগে ও কোন কোন প্রতিপক্ষের মুখোমুখি হবে ক্লাব গুলি। সেক্ষেত্রে দেখা গিয়েছে গ্রুপ “ডি” তে স্থান করে নিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। পাশাপাশি এই বিভাগে রয়েছে ভারতের আরেক ফুটবল দল তথা ওডিশা এফসি। বাকি দুই দল হল যথাক্রমে বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন ক্লাব। অর্থাৎ এবার এই দলগুলির বিপক্ষেই লড়াই করতে হবে মেরিনার্সদের।

কিন্তু কবে থেকে মাঠে নামবে ময়দানের এই প্রধান? সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। এএফসি মারফত জানা গিয়েছে, আগামী ১৮ ই সেপ্টেম্বর থেকে মাঠে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। এক্ষেত্রে তাদের প্রথম প্রতিপক্ষ সার্জিও লোবেরার ওডিশা এফসি। গত মরশুমে সবাইকে পিছনে ফেলে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওডিশা। বর্তমানে আহমেদ জাহু থেকে শুরু করে মুর্তাজা ফলের মতো তারকাদের আগমনে দ্বিগুণ শক্তি পেয়েছে এই দল। তাই রয়কৃষ্ণাদের বিপক্ষে লড়াইটা যে মোটেও সহজ হবে না তা বলাই চলে।

তারপর আগামী ২রা অক্টোবর মাজিয়া ফুটবল ক্লাবের মুখোমুখি হবে বাগান শিবির। এরপর ২৩শে অক্টোবর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ শহরে বসুন্ধরার সাথে খেলবে সবুজ-মেরুন। দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী ৬ই নভেম্বর। প্রতিপক্ষ সেই বসুন্ধরা। তারপর ২৭ নভেম্বর ওডিশা এফসির সাথে খেলে ১১ ডিসেম্বর মাজিয়ার বিপক্ষে মাঠে নেমে গ্রুপ পর্ব শেষ করবে বাগান ব্রিগেড।