ব্লু স্টারকে পাঁচ গোল (AFC Cup) দেওয়ার পর এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সামনে বাংলাদেশের আবাহনী ঢাকা। ১৯ এপ্রিল ম্যাচ। আবাহনী দলে রয়েছে একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার। রয়েছেন ভারতে খেলে যাওয়া রাফায়েল অগুস্ত।
ব্রাজিলের মিডফিল্ডার রাফায়েল সুনামের সঙ্গে খেলেছিলেন ভারতে। ২০১৫ থেকে ২০১৬-১৯ মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি দলে মাঠে নেমেছিলেন ধারাবাহিকভাবে। সত্তরের বেশি ম্যাচ খেলেছিলেন। করেছিলেন একাধিক গোল। বেঙ্গালুরুর হয়ে দশটি ম্যাচে অংশ নিয়েছিলেন।
আবাহনীর হয়ে ইতিমধ্যে খেলেছেন ২৪ টি ম্যাচ। গোলের মধ্যে রয়েছেন তিনি। বাংলাদেশের ফুটবল প্রিমিয়ার লিগের শেষ ম্যাচেও বিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন।
এটিকে মোহন বাগানের বিরুদ্ধে বিপজ্জনক হয়ে উঠতে পারেন ড্যানিয়েল কলিন্দ্রেস। কোস্টারিকার জাতীয় দলে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। বাংলাদেশে বারিধারার বিরুদ্ধে ম্যাচে করেছিলেন জোড়া গোল। আবাহনীর হয়ে এগারো ম্যাচে পাঁচটি গোল রয়েছে এই ফরোয়ার্ডের নামের পাশে।
প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বাগানের বিরুদ্ধে নামবে আবাহনী। কারণ মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া ওয়াক ওভার দিয়ে দিয়েছিল। আর্থিক সমস্যার কারণে সিলেটে দল পাঠাতে পারেনি তারা।