AFC Cup : ব্লু স্টারের বিরুদ্ধে নামার আগে বাগানকে তাতাচ্ছে এই পরিসংখ্যান

মঙ্গলবার সন্ধ্যায় এএফসি কাপ (AFC Cup) অভিযানে নামবে এটিকে মোহন বাগানb(ATK Mohun Bagan)। খাতায় কলমে প্রতিপক্ষ দল ব্লু স্টারের (Blue Star) থেকে অনেকটাই এগিয়ে। সেই সঙ্গে সবুজ মেরুন ফুটবলারদের উজ্জীবিত করছে এক পরিসংখ্যান।

Advertisements

এবারে শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে উঠে এসেছিলেন এক ঝাঁক তরুণ ভারতীয় ফুটবলার। বিদেশিদের পাশাপাশি স্বদেশীরাও পারফর্ম করেছিলেন পাল্লা দিয়ে। এটিকে মোহন বাগানও তার ব্যতিক্রম নয়।

ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটি তথ্য। যেখানে রয়েছে বাগানের চারজন ভারতীয় ফুটবলারের ছবি – কিয়ান নাসিরি, মনভীর সিং, লিস্টন কোলাসো এবং প্রীতম কোটাল। পরিসংখ্যান অনুযায়ী, এটিকে মোহন বাগানের ভারতীয় ফুটবলাররা ৩১ টি গোলের পিছনে অবদান রেখেছিলেন। অর্থাৎ, দলের ভারতীয় ফুটবলাররা যেমন গোল করেছেন, তেমনই গোল করিয়েছেন।

Advertisements

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার দল ব্লু স্টারের বিরুদ্ধে এটিকে মোহন বাগানের ম্যাচ। দুই দলের কাছেই মরণ বাঁচন খেলা। বল গড়াবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে।