নিরাপত্তা ইস্যুতে ইরান সফর বাতিল বাগানের, কড়া সিদ্ধান্ত নিল AFC!

ইরানে (Iran) সেপাহান এফসির (Sepahan SC) বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) গুরুত্বপূর্ণ ম্যাচে না যাওয়ার জেরে কড়া সিদ্ধান্ত নিল এশিয়ান ফুটবল…

AFC confirms that Indian Club Mohun Bagan SG are considered to have withdrawn from AFC Champions League TWO

ইরানে (Iran) সেপাহান এফসির (Sepahan SC) বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) গুরুত্বপূর্ণ ম্যাচে না যাওয়ার জেরে কড়া সিদ্ধান্ত নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। নিয়ম অনুযায়ী, ম্যাচে অনুপস্থিত থাকায় মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan SG) এবারের প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারকারী দল হিসেবে গণ্য করা হয়েছে (Kolkata Football News)। এর ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ আর কোনো ম্যাচ খেলতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। এমনকি আহাল এফকের বিরুদ্ধে ইতিমধ্যেই খেলা ম্যাচটিও বাতিল বলে ঘোষণা করেছে এএফসি (Bengali Sports News)।

Advertisements

   

শনিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস সেরে দলের ইরানে রওনা দেওয়ার কথা ছিল। পরিকল্পনা ছিল দুবাই হয়ে ইরানে পৌঁছনোর। তবে শেষমুহূর্তে বিদেশি ফুটবলারদের ভিসা সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়ে পড়ে দল। শুধু দেশীয় ফুটবলার নিয়ে ইরানে যাওয়া হবে না। এই অবস্থানেই অনড় থাকে মোহনবাগান ম্যানেজমেন্ট। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টিও প্রাধান্য পায়।

গতবারও একই কারণে ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। তখন যুদ্ধকালীন পরিস্থিতির কথা উল্লেখ করে এএফসি কিছুটা নমনীয় হয়েছিল। তবে এবার সেই রেয়াত পেল না হোসে মোলিনার দল। ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন জানানো হলেও, তাতে সাড়া দেয়নি এএফসি। যদিও এই সংক্রান্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

এরই মাঝে আশার আলো হিসেবে সামনে এসেছে ঘরোয়া টুর্নামেন্ট আইএফএ শিল্ড। শনিবার সন্ধ্যায় এক চিঠির মাধ্যমে আইএফএকে জানিয়ে দিয়েছে মোহনবাগান শিল্ড খেলবে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, শিল্ডকে সুপার কাপের প্রস্তুতি হিসেবেই ধরছেন কোচ মোলিনা। যুবভারতী ও কিশোর ভারতী স্টেডিয়ামে নিজেদের ম্যাচ খেলতে আগ্রহী ক্লাব। ইতিমধ্যেই শিল্ডে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল, গোকুলাম, নামধারী এফসি। আলোচনায় রয়েছে পাঞ্জাব এফসিও। ফলে একাধিক হাই-ভোল্টেজ ম্যাচের সম্ভাবনা জেগেছে। হতে পারে আরও একটি কলকাতা ডার্বিও।

AFC confirms that Indian Club Mohun Bagan SG are considered to have withdrawn from AFC Champions League TWO