মোহনবাগান ম্যাচের আগে বিদেশি ফুটবলার নিয়ে মুখ খুললেন রাভসান কোচ

ঘন্টাখানেক অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) টায়ার টুয়ের প্রথম ম্যাচ খেলতে নামবে রাভসান কুলোব এফসি। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে…

ঘন্টাখানেক অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) টায়ার টুয়ের প্রথম ম্যাচ খেলতে নামবে রাভসান কুলোব এফসি। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্ৰুপ পর্বের এই ম্যাচ মোহনবাগানের ঘরের মাঠে থাকায় জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন অধিনায়ক খলমুরোদ নাজারভ। তবুও নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে সকলের। কিন্তু এক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হতে পারে বিদেশি ফ্যাক্টর। ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই ইঙ্গিত দিলেন কোচ মামি নাজারজাদেহ।

তিনি বলেন, ” তাজিকিস্তানের ফুটবল টুর্নামেন্টে আমরা সর্বাধিক পাঁচজন করে বিদেশি ফুটবলারদের একসাথে ব্যবহার করতে পারি। কিন্তু এএফসি চ্যাম্পিয়নস লিগ টুতে আমরা সকলকে একসাথে ব্যবহার করতে পারি। টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরার ক্ষেত্রে। তবে সেই নিয়ে থেকে যাবে একাধিক প্রশ্ন চিহ্ন। আসলে তাজিকিস্তান এবং ভারতের মতো ফুটবল উন্নয়নশীল দেশগুলির জন্য বিদেশি ফুটবলারদের সংখ্যা অপসারিত করার জন্য তা খুব একটা কার্যকরী নাও হতে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি সাফল্যের ক্ষেত্রে।”

   

বর্তমানে ফিফা তালিকা অনুযায়ী দেখলে ১০৩ নম্বরে রয়েছে তাজিকিস্তান। অন্যদিকে ১২৪ নম্বরে রয়েছে ভারত। বলতে গেলে অনেকটাই পার্থক্য রয়েছে উভয়ের মধ্যে। তাই ম্যাচের মধ্যে যে তাঁর প্রভাব লক্ষ্য করা যাবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে জোসে মোলিনার ছেলেদের। এই ম্যাচের ক্ষেত্রে ও সকলের নজর থাকবে জেসন কামিন্সের পাশাপাশি দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলারদের।

আইএসএলের প্রথম ম্যাচে এগিয়ে থেকে আটকে যেতে হলেও এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইবে মেরিনার্সরা‌। ঘরের মাঠে ম্যাচ হলেও জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন বাগান অধিনায়ক শুভাশিস বসু। তবে এই ম্যাচ জিততে পারলে বাড়তি অক্সিজেন নিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে এগোতে পারবে সবুজ-মেরুন।