দল নিয়ে আশাবাদী বাগান অধিনায়ক, কী বললেন ম্যাচ শেষে?

বুধবার যুবভারতীতে এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) টুয়ের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ ছিল তাজিকিস্তানের ফুটবল ক্লাব রাভসান কুলোব এফসি। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্যের অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছে এই ম্যাচ। প্রতিপক্ষের রক্ষণাত্মক ফুটবলে বারংবার আটকে যেতে হয়েছে বাগান ফুটবলারদের। একটা সময় তাঁদের কাছে গোলের সুযোগ আসলেও তা সেভাবে কাজে লাগানো সম্ভব হয়নি। সহজ সুযোগ হাতছাড়া করেন লিস্টন কোলাসো।

   

নাহলে অনায়াসেই ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারত সবুজ-মেরুন ব্রিগেড। তবুও দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বাগান অধিনায়ক শুভাশিস বসু। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমরা শুরু থেকেই অনেকগুলো অপরচুনিটি তৈরি করেছিলাম। তবে আমরা কনভার্ট করতে পারিনি। তিনটি সহজ গোলের সুযোগ ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। এসিএলে আমাদের প্রথম ম্যাচ ছিল আমরা ড্র করেছি। জেতার ও সম্ভাবনা ছিল। তবে প্রথম অভিজ্ঞতা ছিল দলের সকল ফুটবলারদের। ছেলেরা ভালো খেলেছে।”

তিনি আরও বলেন, ” আমাদের লক্ষ্য রাখতে হবে পরবর্তীতে যাতে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারি। গোল করতে হবে। আমরা তিন পয়েন্ট পেতে পারতাম। তবে এক পয়েন্ট ও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের ডিফেন্ডাররা খুব ভালো পারফরম্যান্স করেছে। আমরা ক্লিনশিট রাখতে পেরেছি। ওভারঅল টিম ভালো পারফরম্যান্স করেছে। আমি দলের খেলার যথেষ্ট খুশি। আমাদের আরও ভালো করতে হবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন