নেজমেহ ম্যাচকে ফাইনাল ম্যাচ হিসেবে দেখছেন ক্রেসপো

অল্প কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) তৃতীয় ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে লেবাননের শক্তিশালী…

Saul Crespo Set to Extend Contract with East Bengal

অল্প কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই শুক্রবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) তৃতীয় ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের লড়াই করতে হবে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এফসির সঙ্গে। এই ম্যাচ জিতলেই সকল বাঁধা অতিক্রম করে পরের রাউন্ডে চলে যাবে ইস্টবেঙ্গল। কিন্তু লেবাননের এই ফুটবল ক্লাবের সঙ্গে লড়াই করে জয় পাওয়া যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন অস্কার ব্রুজন‌‌‌। তবুও নিজেদের সীমিত শক্তি নিয়েই জয় পেতে চাইবেন লাল-হলুদের এই নতুন কোচ।

Also Read | অনবদ্য লুকা! চেন্নাইয়িন ম্যাচে দারুণ ছন্দে এই তারকা ফরোয়ার্ড

   

ম্যাচের আগে গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে ঠিক এমনটাই জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ। তাঁর পাশাপাশি সেখানে উপস্থিত ছিল লাল-হলুদের তারকা ফুটবলার সাউল ক্রেসপো। আগত এই ম্যাচ যে যথেষ্ট কঠিন হতে চলেছে গোটা দলের কাছে সেটা ভালো মতোই আন্দাজ করতে পারছেন দলের অধিনায়ক। তাই এক্ষেত্রে প্রতিটি ম্যাচকেই নিজেদের ফাইনাল ম্যাচ হিসেবে দেখছেন ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ মিডফিল্ডার। দলের পারফরম্যান্সের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” এটা আমাদের জন্য ফাইনালের মতো কারণ আমাদের পরের রাউন্ডে থাকতে হবে এবং আমাদের ৩ পয়েন্ট দরকার।”

Also Read | বদলে গেল ইস্টবেঙ্গল বনাম নেজমেহ ম্যাচের সময়, কখন?

হিসাব অনুযায়ী দেখলে গত দুইটি ম্যাচে সহজ জয় পেয়েছে নাজমেহ এফসি। তাঁরা পরাজিত করেছে ভুটানের শক্তিশালী ফুটবল দল পারো এফসি এবং বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসকে। এই পরিস্থিতির দরুন দুই ম্যাচে জয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথমে রয়েছে লেবাননের এই ফুটবল ক্লাব। তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে ভারতের একমাত্র ফুটবল দল ইমামি ইস্টবেঙ্গল। দুই ম্যাচ খেলে তাঁদের ঝুলিতে রয়েছে মাত্র চার পয়েন্ট। গত ম্যাচেই তাঁরা পরাজিত করেছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে সেই ট্রেন্ড বজায় রাখার পরিকল্পনা থাকবে তাঁদের।

Also Read | Calcutta Football League: সম্ভবত ইস্টবেঙ্গলের হাতে কলকাতা লিগের মুকুট

তবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করার কথা মাথায় রেখে কেউ যে কাউকে ছেড়ে দেবে না সেটা বলাই চলে। সেজন্য আসন্ন ম্যাচকে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ধরেই এগোতে চাইছেন দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত আদৌ কারা পৌঁছায় পরবর্তী রাউন্ডে এখন সেটাই দেখার বিষয়।