AFC Asian Cup: হংকং ম্যাচ জেতার জন্য নিজেদের উজাড় করে দেব: সুনীল

sunil chhetri

এফসি এশিয়ান কাপ (AFC Asian Cup ) কোয়ালিফায়ার আজ রাতে হংকং (Hong Kong) এর বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হচ্ছে ইগর স্টিমাচের ভারতীয় দল। হংকংকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার এশিয়ার সেরা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) ও তার দলের সতীর্থরা।

Advertisements

এর আগেও দু’বার এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সুনীল। একবার সফল হয়েছেন আর একবার পারেননি। হংকং এর মুখোমুখি হওয়ার আগে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, ‘গত ম্যাচে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে হবে। কারণ আমাদের কোচ আগেই বলে দিয়েছেন এই বাছাই রাউন্ডে আমাদের জিততেই হবে । এতে সফল হলে এশিয়ান কাপ খেলার মত বড় পুরস্কার পাব আমরা। গত কয়েকটা ম্যাচে আমরা ভালো খেললেও বড় কিছু হয়নি এখনও।অতীতের সব কিছু ভুলে এখন আমাদের এই ম্যাচে মনোনিবেশ করতে হবে। যাতে আমরা ভালো কিছু করতে পারি ।’

India captain Sunil Chhetri

Advertisements

একই সঙ্গে সুনীল বলেন, ‘আগে কি হয়েছে সেটা ভুলে যাওয়াই এক্ষেত্রে সবথেকে ভালো।যখন আমাদের খারাপ সময় চলে তখন আমরা এটা করেই থাকি। আমাদের এই ম্যাচে সেরাটা দিতে হবে, ব্যাস। যা হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। পরের ম্যাচে কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে না। আমাদের একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ।আমরা সত্যিই ম্যাচটা জিততে চাই। তাই সেরাটা উজাড় করে দিতেই হবে।’

প্রতিপক্ষ হংকং প্রসঙ্গে তিনি বলেন, ‘ওঁরা শক্তিশালী দল। তবে আমরা ম্যাচ জেতার জন্যই নামব।’