গত বছরের মাঝামাঝি সময় থেকেই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ছিল ধোঁয়াশা। পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্লাব জোট উভয়ের তৎপরতায় জট খুলতে শুরু করলেও হঠাৎই থমকে গিয়েছিল গোটা পরিস্থিতি। তবে শেষ পর্যন্ত নতুন বছরের প্রথম সপ্তাহে আসে সুখবর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে আইএসএল। যদিও এবার ম্যাচ সংখ্যা কমেছে অনেকটাই। তবে গত বছর পর্যন্ত চলে আসা এমন অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় রেখেই দল ছাড়তে শুরু করেছিলেন একাধিক ফুটবলার।
এছাড়াও অনেকেই লোন চুক্তির মধ্য দিয়ে অন্যত্র যোগদানে সম্মত হয়। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে এসেছিল উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনার নাম (Adrian Luna)। বলাবাহুল্য, শেষ কয়েক সিজন ধরেই কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন লুনা। দল এখনও পর্যন্ত চূড়ান্ত সাফল্য না পেলেও তাঁর সক্রিয়তা যথেষ্ট নজর কেড়েছিল সকলের। তবে গত মরসুমে চোট সমস্যার জন্য বহু ম্যাচ খেলতে পারেননি এই তারকা। কিন্তু তবুও তাঁর উপর ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে ডেভিড কাতলার দলের।
তবে ভারতীয় ফুটবলের তৎকালীন পরিস্থিতির দিকে নজর রেখেই তাঁকে লোন চুক্তির মধ্য দিয়ে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেয় কেরালা ফুটবল দল। সেক্ষেত্রে প্রথমদিকে লোন চুক্তির মধ্য দিয়ে আদ্রিয়ান লুনাকে দলে নেবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ছিল ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পার্সিব বান্দুং এফসি। যারফলে মনে করা হচ্ছিল যে সব ঠিকঠাক থাকলে এই ক্লাবেই হয়তো যোগ দিতে পারেন এই দাপুটে তারকা। যদিও সেটা সম্ভব হয়নি এবার। অবশেষে আজ ইন্দোনেশিয়ার ফুটবল দল পারসিক কেদিরিতে যোগ দিলেন কেরালা ব্লাস্টার্সের এই তারকা।
বর্তমানে এই ফুটবল লিগের তেরো নম্বর স্থানে রয়েছে পারসিক। আদ্রিয়ান লুনার উপস্থিতি দল আদৌও কতটা ঘুরে দাঁড়াতে পারে এখন সেটাই দেখার বিষয়।


