গতবারের CFL-এ ৬ গোল করা অচিন্ত্য এবার খেলবেন পুলিশের হয়ে

নতুন মরসুমের জন্য শুরু হয়ে গিয়েছে দল গঠনের কাজ। কলকাতা ফুটবল লিগ (CFL) খেলতে চলা ক্লাবেও চলছে দল গঠনের তোড়জোড়। গতবারের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার…

Achintya Ghosh CFL

নতুন মরসুমের জন্য শুরু হয়ে গিয়েছে দল গঠনের কাজ। কলকাতা ফুটবল লিগ (CFL) খেলতে চলা ক্লাবেও চলছে দল গঠনের তোড়জোড়। গতবারের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে একাধিক দর্শনীয় গোল করে নজর কেড়েছিলেন অচিন্ত্য ঘোষ (Achintya Ghosh)। নতুন মরসুমে তিনি খেলবেন নতুন ক্লাবের হয়ে।

গতবারের কলকাতা ফুটবল লিগে এরিয়ান ক্লাবের হয়ে ভাল খেলেছিলেন অচিন্ত্য ঘোষ। ভবানীপুর এফসির মতো হেভিওয়েট দলের বিরুদ্ধেও করেছিলেন গোল। সব মিলিয়ে নিজের নামের পাশে ছয়টি গোল তুলে নিয়েছিলেন অচিন্ত্য। ভবানীপুর ছাড়াও গোল করেছিলেন খিদিরপুর, ওয়াড়ি, ইস্টার্ন রেলওয়ের মতো ক্লাবের বিরুদ্ধে। দূরপাল্লার শটেও করেছিলেন গোল।

ছোট পাস, উইং প্লে, টিম গেম… পরাজিত East Bengal

আগামী সিএফএল-এ তিনি খেলবেন পুলিশ এসি-র হয়ে। গত মরসুমে প্রত্যাশা মতো খেলতে পারেন পুলিশ এসি। ইতিমধ্যে সই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisements

East Bengal: ইস্টবেঙ্গল সমর্থকদের আশায় একেবারে জল ঢালল চেন্নাইয়িন এফসি

হুগলী জেলার কোন্নগরের ছেলে অচিন্ত্য ঘোষ। তরুণ বয়স থেকে ফুটবলের প্রতি তার ভালোবাসা। স্থানীয় মাঠে অনুশীলন করতেন। সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৯ দলে। তবে কেরিয়ারে মোড় উত্তরপাড়া নেতাজী সুভাষ ব্রিগেড। অতিমারি, লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল অচিন্ত্যর ফুটবল কেরিয়ার। ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভাবতে হয়েছিল চাপে পড়ে। খেলা অবশ্য ছাড়তে হয়নি। ঘুরে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত। এরিয়ানের হয়ে করেছিলেন নজরকাড়া পারফরম্যান্স। আসন্ন মরসুমেও অচিন্ত্যর থেকে ভাল কিছু আশা করবেন কলকাতার ফুটবল প্রেমীরা।