মোহনবাগানে Dimitrios Diamantakos! ‘উইকি’ বলছে তাই

Dimitrios Diamantakos

দল বদলের বাজারে ঝড় উঠেছে। আনোয়ার আলি আগামী মরসুমে কোন দলের হয়ে খেলবেন সেটা নিশ্চিত নয়। এরই মধ্যে Dimitrios Diamantakos-কে নিয়ে অন্যরকম তথ্য দেখাচ্ছে উইকিপিডিয়া। গ্রিক ফুটবলার নাকি রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টে!

East Bengal: বড় ম্যাচের আগে ইস্টবেঙ্গলের বড় সিদ্ধান্ত!

   

গত মরসুমের গোল্ডেন বুট জয়ী ফুটবলার Dimitrios Diamantakos-কে ইতিমধ্যে দলে নিশ্চিত করেছে ইমামি-ইস্টবেঙ্গল। নতুন মরসুমে একাধিক টুর্নামেন্টে খেলতে চলেছে লাল হলুদ ব্রিগেড। এশিয়ান প্রতিযোগিতায় আবারও খেলার সুযোগ এসেছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের সামনে। ফলত যেনতেন প্রকারে ভাল দল গঠন করতে মরিয়া ইমামি-ইস্টবেঙ্গলের কর্তারা।

লাল হলুদ শিবিরের কর্তারা বারংবার বলেছেন, গতবারের থেকেও এবার আরও ভাল দল তৈরি করার জন্য কাজ চলছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ইতিমধ্যে যে ক’টা সই সংবাদ দেওয়া হয়েছে তাতে ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হয়েছেন নিশ্চই। গোল্ডেন বুট জয়ী Dimitrios Diamantakos মশাল বাহিনীতে নতুন সংযোজন।

Anwar Ali Transfer News: আনোয়ার আলি ইস্টবেঙ্গলে?

উইকিপিডিয়া দেখাচ্ছে অন্য তথ্য। গ্রিসের দিমি নাকি ইস্টবেঙ্গল নয়, মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার। যদিও তিনি কোন দলে নিশ্চিত হয়েছে সেটা ফুটবলা প্রেমীরা জানেন। আসলে উইকিপিডিয়ায় তথ্য বদলানো যায়। অনেক সময় সঠিক বা নিখুঁত তথ্য উইকিপিডিয়া থেকে পাওয়া যায় না। Dimitrios Diamantakos মোহনবাগান সুপার জায়ান্টের প্লেয়ার এটাও তেমনই একটি ভুল তথ্য।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন