East Bengal : শেষে হেনরিকে নেওয়া হচ্ছিল দলে!

roumer,East Bengal,Henry kisekka, Football

ইস্টবেঙ্গলের (East Bengal) দল গঠন সম্পর্কিত একটা খবর ভাসছে ময়দানে। হেনরি কিসেকাকে নাকি দলের নিয়ে আসার ভাবনা ছিল ক্লাবের। যদিও শেষ পর্যন্ত তেমনটা হচ্ছে না বলেই খবর।

আরও পড়ুন: East Bengal: অনুশীলন শুরু হতে না হতেই লাল-হলুদে চোটের আশঙ্কা

   

কলকাতা ময়দান হেনরি কিসেকাকে চেনে। এক সময় বেশ নাম করেছিল ভারতীয় ফুটবল সার্কিটে। গোল করার দক্ষতা দেখে মোহনবাগান তাঁকে দলে নিয়েছিল। যে প্রত্যাশা নিয়ে ক্লাবে নিয়ে আসা হয়েছিল, তার সিকিভাগও পূরণ করতে পারেননি তিনি।

আরও পড়ুন: Mehtab Hossain: ইস্টবেঙ্গলের হাল ফেরাতে কনস্টানটাইনে ভরসা মেহতাবের

একটা সময় ছিল যখন কলকাতার বড় ক্লাবের জার্সিতে দেখা যেত হেনরি কিসেকা, কামো, ডিপান্ডা ডিকার মতো খেলোয়াড়দের। তাঁদের দেওয়া হতো গোলমেশিন তকমা। কেরিয়ারের কোনো এক পর্যায়ে, হয়তো ভারতেরই কোনো ক্লাবে ভালো খেলেছিলেন তাঁরা। সেখান থেকে এসেছিলেন কলকাতায়। পরে বোঝা গিয়েছে, সবার বড় দলের জার্সির ওজন বহন করার সামর্থ থাকে না।

আরও পড়ুন: Brandon Hamil: এটিকে নয়, কলকাতায় দাঁড়িয়ে নতুন বিদেশি বলছেন “জয় মোহনবাগান”

পরে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার পর বদালতে শুরু করে ভারতীয় ফুটবলের রূপ রঙ। বিশ্ব মানের ফুটবলাররা আসতে শুরু করেন দেশে। ‘ভালো’ ফুটবলারের সংজ্ঞা বদলাতে শুরু করে ক্রমশ। এখন হেনরিদের নাম শুনলে অনেকেই নাক সিটকচ্ছেন। এক সময় এই বিদেশিরাই হয়ে উঠতেন দলের প্রাণ ভোমরা।

আরও পড়ুন: Emami East Bengal: জল্পনা সত্যি করে একাধিক দল গড়ছে ইস্টবেঙ্গল

হেনরি ও ইস্টবেঙ্গল জল্পনা শোনা যাচ্ছিল শনিবার সকাল থেকে। ক্রমে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা আরও ছড়িয়ে পরে। রাতের দিকে আপডেট, হেনরি ইস্টবেঙ্গল নিয়ে আসার ভাবনা হয়তো ছিল। কিন্তু সেটা হচ্ছে। দল গোছানোর মরসুমে জল্পনার অভাব নেই। আপাত এই তথ্যকেও স্রেফ জল্পনার স্তরেই রাখতে হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন