Sunday, December 7, 2025
HomeSports NewsAbu Dhabi T10 League: আসিফ-আমিরের কথা মনে করিয়ে মিঠুনের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ

Abu Dhabi T10 League: আসিফ-আমিরের কথা মনে করিয়ে মিঠুনের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ

- Advertisement -

আবুধাবি টি-টেন লিগের (Abu Dhabi T10 League) রোমাঞ্চ ক্রীড়াপ্রেমীদের মাথা চাড়া দিয়ে উঠছে। তবে নর্দার্ন ওয়ারিয়র্স বনাম চেন্নাই ব্রেভস ম্যাচের পর থেকেই বিতর্কের মুখে পড়েছে টুর্নামেন্টটি। বিতর্কের কারণ ভারতের ফাস্ট বোলার অভিমন্যু মিঠুন। শেষ ম্যাচে ক্রিজ থেকে প্রায় দেড় ফুট এগিয়ে এসে বল করেছিলেন তিনি। এরপর থেকেই গড়াপেটার উঠতে শুরু করে। এই ম্যাচটি ফিক্সড ছিল কি না, তা নিয়ে মানুষ জল্পনা-কল্পনা করছে।

আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের প্রায়ই নো বল রাখতে দেখা যায়৷ কিন্তু একজন বোলার ১.৫ ফুট ক্রিজ থেকে বেরিয়ে বোলিং করছেন এটা রোজ দেখা নয় না। মিঠুনের এই নো বলের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির ও মহম্মদ আসিফের ঘটনার কথা মানুষ স্মরণ করতে শুরু করেছে।

   

এই নো বল ছাড়া ম্যাচ চলাকালীন অভিমন্যু মিঠুন তার চমৎকার বোলিং দিয়ে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি তার দল নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে মোট দুটি ওভার বোলিং করেছিলেন। মাত্র ১১ রান খরচ করে দুটি উইকেট নেন তিনি। তবে এই চমৎকার বোলিং করেও দলকে জেতাতে পারেননি। দল পরাজয়ের মুখে পড়েছে।

অভিমন্যু মিঠুন ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০১০ সালে ভারতীয় দলের হয়ে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন। এই সময়ের মধ্যে তিনি দেশের হয়ে মোট নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে সক্ষম হন। এর মধ্যে রয়েছে চারটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে। মিঠুন টেস্ট ক্রিকেটের আট ইনিংসে নয়টি এবং ওয়ানডের পাঁচ ইনিংসে তিনটি সাফল্য পেয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular