ভারতের ক্লাবে আল হিলালে খেলা ফুটবলার

Abraham Okyere, the Ghanaian Footballer,

নিজেদের স্কোয়াড আরও মজবুত করে নিল আই লীগের দল Trau ফুটবল ক্লাব। নতুন এক বিদেশি ফুটবলারকে দলে নিয়েছে তারা। ২১ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে প্রত্যাশা রয়েছে অনেকটাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই সই সংবাদ।

একুশ বছর বয়সী ঘানার ফুটবলার Abraham Okyere। খেলেন মাঝমাঠে। সেন্টার মিডফিল্ড পজিশনে খেলতে বেশি অভ্যস্ত। খেলা তৈরি করার ক্ষেত্রে দক্ষতা রয়েছে। মাঝ মাঠে বল ডিস্ট্রিবিউশন ভালো। বয়স কম হলেও বিদেশি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা হয়েছে ইতিমধ্যে।

   

Trau ফুটবল ক্লাব Abraham Okyere সম্পর্কে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, “ঘানার একজন বহুমুখী প্রতিভাধর ফুটবলার। মিডফিল্ডার। আমাদের ক্লাবের সর্বশেষ সংযোজন। বেলজিয়ামের ফুটবল লীগের দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে Abraham Okyere এর। এরকম একজন ফুটবলার যুক্ত হওয়ার ফলে আমাদের দলের ক্ষমতা আরও বৃদ্ধি পেল।”

বেলজিয়ামের ফুটবল লীগ ছাড়াও মধ্য প্রাচ্যের ফুটবল সম্পর্কে ধারণা রয়েছে Abraham Okyere এর। আরো তরুণ বয়সে তিনি যুক্ত ছিলেন আল হিলাল ইউনাইটেডের সঙ্গে। তাছাড়া ভারতের সঙ্গে অ্যাব্রাহামের সম্পর্ক আজকের নয়। Trau ফুটবল ক্লাবে যোগ দিয়েছে ফ্রি ট্রান্সফারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন