Diamond Harbor FC: দুই প্রধান কাঁপানো ফুটবলারকে তুলে চমকে দিল অভিষেকের ডায়মন্ড হারবার

অভিষেক বছরেই চমক দিতে তৈরী অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্থাপিত ডায়মণ্ড হারবার এফসি (Diamond Harbor FC)। এবার তারা দলে তুলে চমক দিল কলকাতার দুই প্রধানে চমকপ্রদ…

footballer Abhishek das

অভিষেক বছরেই চমক দিতে তৈরী অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্থাপিত ডায়মণ্ড হারবার এফসি (Diamond Harbor FC)। এবার তারা দলে তুলে চমক দিল কলকাতার দুই প্রধানে চমকপ্রদ ফুটবল খেলা মিডফিল্ডার অভিষেক দাস’কে।

টাটা অ্যাকাডেমির প্রোডাক্ট অভিষেক ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কেরিয়ার শুরু করেছিল। সেখানে দীর্ঘ সময় খেলার পর যোগ দেন মোহনবাগানে।ভারতের সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ না পেলেও ভারতের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেছিলেন অভিষেক।

Advertisements

এদিকে মাঠে নামার আগে বিতর্কে কাদা ছিটলো অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাবের গায়ে‌।কলকাতা লিগে খেলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিবু ভিকুনাকে কোচ করে আনা হয়েছে। তার আগে কোচ হিসাবে দলের দায়িত্বে ছিলেন কৃষ্ণেন্দু রায় ।প্রথমে মনে করা হচ্ছিল কিবু টিডি হিসেবে দায়িত্বে আসছেন, কিন্তু পরবর্তী সময় তাকে কোচের পদ দেওয়া হলে নিজেকে অপ্রাসঙ্গিক মনে হয় কৃষ্ণেন্দুর। যদিও ক্লাব চেয়েছিল তিনি অন্তত কোচিং স্টাফ হিসেবে যুক্ত থাকুন, কিন্তু এবিষয়ে আগ্রহ প্রকাশ করেননি তিনি।