
বছরের এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকে রাজ্যের বহু দল। কলকাতা ফুটবল লীগ মানে ময়দানে পড়ে যায় হইচই। দল গঠন থেকে ম্যাচ করানো, চলে এক বৃহৎ কর্মযঞ্জ। মূল ম্যাচের পাশাপাশি চলে বিভিন্ন প্রস্তুতি ম্যাচ।
এবারের কলকাতা ফুটবল লীগের শুরুটা ভালো করেছে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। কাস্টমসের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে লীগ অভিযান। এবারের কলকাতা ফুটবল লীগে কোনো বিদেশি ফুটবলারকে খেলানোর অনুমতি দেওয়া হয়নি। তাই প্রত্যেক দলেই রয়েছেন প্রচুর তরুণ ভারতীয় ফুটবলার। খাতায় কলমে প্রতি দলের ক্ষমতার পার্থক্য উনিশ বিশের। যদিও যে কোনো দলের জয় কিংবা পরাজয়ের পিছনে থাকতে পারে অনেক কারণ। বিশ্বজিৎ ভট্টাচার্যর দলকে হারিয়ে আত্মবিশ্বাসী খিদিরপুর।
অন্য দিকে আবির্ভাব লগ্ন থেকে সাড়া জাগিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এটি অভিষেক ব্যানার্জীর ক্লাব। দেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার আশা নিয়ে গত মরসুম থেকে শুরু হয়ে পথ চলা। এবারেও খাতায় কলমে ডায়মন্ড হারবারের ফুটবল দলটিকে বেশ ভালো দেখাচ্ছে। মাঠেও করে দেখলো জমকালো পারফরম্যান্স।
সম্প্রতি একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল খিদিরপুর স্পোর্টিং ক্লাব এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ম্যাচে হয়েছে মোট ছয়টি গোল। অভিষেকের দল জিতেছে ৪-২ ব্যবধানে।










