Abhishek Banerjee : কোচ বাছাই-পেশাদারিত্বে কলকাতা ফুটবলে নজির গড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল

আবির্ভাবেই তাক লাগিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কোচ বাছাইয়ের ক্ষেত্রে যেমন চমক দেওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই প্রথম দিন থেকে নতুন…

আবির্ভাবেই তাক লাগিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। কোচ বাছাইয়ের ক্ষেত্রে যেমন চমক দেওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই প্রথম দিন থেকে নতুন ক্লাব মুড়েছে পেশাদারিত্বের মোড়কে।

ক্লাবের ওয়েবসাইট রয়েছে। ইতিমধ্যে আপলোড করা হয়েছে বেশ কিছু ছবি, ভিডিও। এছাড়াও মার্চেন্ডাইজ, স্কোয়াড বা দল সম্পর্কে সমর্থকদের কাছে খবর পৌঁছে দেওয়ার ভাবনায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের।

ওয়েবসাইট, মার্চেন্ডাইজ ইত্যাদি আধুনিক ফুটবলের অঙ্গ। সমর্থক, ফুটবল প্রেমীদের সঙ্গে যুক্ত থাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাও এক প্রকার স্ট্র্যাটেজি। কলকাতার ময়দানেও আধুনিক ফুটবলের ছোঁয়া লেগেছে। তবে সব ক্লাবে এমন সুবিধা নেই।

ডিজিটাল প্লাটফর্মে আসার ভাবনা অনেক পরে প্রবেশ করেছে কলকাতা ময়দানে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব ক্রমে সাজামিক মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই কাজে তারা কতোটা এগিয়েছে তা ক্লাবের সমর্থকরাই সবথেকে ভালো বলতে পারবেন। তিন প্রধানের ওয়েব সাইট থাকলেও তা আপডেটেড নয়। ডিজিটাল মাধ্যমে কাজের ব্যাপারে বরং এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। দলের জার্সি বা অন্যান্য সামগ্রী বিক্রির দিক থেকেও ক্লাব সক্রিয় হতে পেরেছিল। লাল হলুদ তাঁবুতে ক্যাফেও রয়েছে।

কিছু দিন আগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পথ চলা শুরু হয়েছিল । বাংলার ফুটবলে উন্নতি হোক এমনটা চাইছেন ফুটবল প্রেমীরা। মাঠে দল কেমন খেলে সেটা সময় বলবে। আপাতত মাঠের বাইরের উদ্যোগ বেশ নজরকাড়া।