মারতে শুরু করলে একেবারে ৯ ছক্কা! হৈচৈ ফেলে দিয়েছেন শুভমন গিলের এই বন্ধু

ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন শুভমন গিলের এক বন্ধু। তিনি আর কেউ নন, অভিনব মনোহর (Abhinav Manohar)। অভিনব মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে লাগাতার ছয় মেরে শিরোনামে উঠে…

ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছেন শুভমন গিলের এক বন্ধু। তিনি আর কেউ নন, অভিনব মনোহর (Abhinav Manohar)। অভিনব মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে লাগাতার ছয় মেরে শিরোনামে উঠে এসেছেন। এক সপ্তাহের ব্যবধানে খেলা ২ ম্যাচে নজির গড়েছেন তিনি।

Advertisements

একেবারে ১২ পয়েন্ট! বদলে গেল পয়েন্ট টেবিল, টিম ইন্ডিয়া কোথায়?

   

ডান হাতি ব্যাটসম্যান অভিনব মনোহর ১৭ অগস্ট এক ইনিংসে ৯টি ছক্কা মেরেছিলেন। এরপর ২৪ অগস্ট সন্ধ্যায় খেলা ম্যাচেও তিনি ৯টি ছক্কা মেরে দলকে জিতিয়েছেন। অভিনব মনোহর মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে শিবমোগা লায়ন্স দলের অংশ। টানা ৬ ম্যাচ হেরে ২৪ অগস্ট
প্রথম জয়ের মুখ দেখেছিল।

হুবলি টাইগার্সের বিরুদ্ধে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অভিনব মনোহরের। ব্যাট হাতে মাত্র ২৭ বল খেলে বোলারদের ঘাম ছুটিয়ে দিয়েসিলনে। ইনিংসের মূল আকর্ষণ ছিল তাঁর ব্যাট থেকে আসা ৯টি ছক্কা। হুবলি টাইগার্সের বিরুদ্ধে অভিনব মনোহর ২৭ বলে ৯টি ছক্কার সাহায্যে ৭০ রান করেন। মনোহরের এই ইনিংসের সৌজন্যে শিবমোগা লায়ন্স মাত্র ১৫.১ ওভারে হুব্বালি টাইগার্সের ১৪২ রানের টার্গেট অর্জন করে।

মহারাজা টি-টোয়েন্টি ট্রফির চলতি মরশুমে এটি শিবমোগা লায়ন্সের প্রথম জয়। অভিনব মনোহর এর আগে ১৭ অগস্ট ম্যাঙ্গালোর ড্রাগনসের বিরুদ্ধে ৯টি ছক্কার ইনিংস খেলেছিলেন। ৩৪ বলে অপরাজিত ৮৪ রান করেন অভিনব। তবে শিবমোগা লায়ন্স তখন জিততে পারেনি। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে অভিনব মনোহর দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ৯টি ছক্কা মেরে শোরগোল ফেলে দিয়েছেন।

Mohun Bagan SG: সেমিফাইনালে জেমি ম্যাকলারেন? সম্ভাবনা কতটা জানুন

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুবাদে শুভমান গিলের ঘনিষ্ঠ অভিনব মনোহর। আইপিএল ২০২৪-এও গুজরাট টাইটান্সের অংশ ছিলেন অভিনব। আইপিএল ২০২৪-এর পর এবার মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে খেলতে দেখা যাচ্ছে অভিনব মনোহরকে। এই লিগে প্রথম ৭ ম্যাচ শেষে সবচেয়ে বেশি ৩১টি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানও তিনি।